কাকাইলছেওয়ে শিশুদের তুচ্ছ ঘঠনাকে কেন্দ্র করে সংঘর্ষ বৃদ্ধ ও মহিলা সহ আহত ১০

আজমিরীগঞ্জ প্রতিনিধি- আজমিরীগঞ্জের কাকাইলছেওয়ে শিশুদের তুচ্ছ ঘঠনাকে কেন্দ্র করে দু দলের সংঘর্ষে বৃদ্ধ ও মহিলা সহ অন্তত ১০ জন আহত হয়েছে ৷ গুরুতর আহত দুই জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয় ৷ বাকিদের উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে ৷
জানাযায়,
আজমিরীগঞ্জের কাকাইলছেওয়ের চাঁনপুর গ্রামের বাসিন্দা মোঃ মন্টু মিয়ার শিশুপুত্র তুহিন (১২) গতকাল রবিবার দুপুর আনুমানিক ১২টায় একই এলাকার কুমেদপুর মাঠে খেলতে যায়। একই সময় গ্রামের গ্রামের বাসিন্দা মোঃ সামাইয়ুন মিয়ার মানসিক প্রতিবন্ধী শিশুপুত্র সেজান (৭) মাঠে প্রবেশ করলে খেলারত তুহিনের ব্যাট গায়ে লেগে আঘাতপ্রাপ্ত হয় শিশু সেজান ৷এ ঘটনাকে কেন্দ্র করে উভয়পক্ষের মাঝে প্রথমে বাক- বিতন্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে ৷ এতে বৃদ্ধ ও মহিলা সহ উভয়পক্ষের অন্ততপক্ষে ১০ জন আহত হয় ৷ পর আশপাশের লোকজন আহতদের উদ্ধার করে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে ভর্তি করায় ৷ গুরুতর আহত সামাইয়ুন মিয়া (৩২) এবং বেবী আক্তার ভুইয়া (৩০) কে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয় এবং বাকিদের আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।