কাদের মির্জার বিরুদ্ধে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর জিডি।

প্রকাশিত: ৯:০৯ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০২১

মোঃইব্রাহিম নোয়াখালী প্রতিনিধি।
নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার বিরুদ্ধে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ২৮ নেতাকর্মী সাধারণ ডায়রি (জিডি) করেছেন। শনিবার (২৪ এপ্রিল) দুপুর ১২টায় একই অভিযোগে এক ফরমেটে নেতাকর্মীরা এসব জিডি করেন।ওইদিন রাত ১১টায় এ কথা জানান কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর জাহেদুল হক রনি। তিনি জানান আবেদনগুলো যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা সেতুমন্ত্রীর ভাগনে ফখরুল ইসলাম রাহাত বলেন, গত ২০ এপ্রিল ফেসবুক লাইভে এসে কাদের মির্জা চলমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বক্তব্য দেয়ার সময় বলেন, কোম্পানীগঞ্জে রক্তের হোলি খেলা হবে। হত্যার বদলে হত্যা করা হবে। তার এ বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা নিজেদের নিরাপত্তার জন্য এসব জিডি করেছেন।
পুলিশ জানায়, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান, তার স্ত্রী উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ভাইস চেয়ারম্যান আরজুমান পারভীন, সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, উপজেলা যুবলীগ সভাপতি ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল, সাবেক ছাত্রনেতা মাহবুবুর রশিদ মঞ্জুসহ ২৮ জন কাদের মির্জার বিরুদ্ধে জিডির আবেদন করেছেন। প্রসঙ্গত, গত ২০ এপ্রিল ফেসবুক লাইভে এসে কাদের মির্জা তার আটককৃত অনুসারী মিকনকে ক্রসফায়ারে হত্যার আশঙ্কা করে বলেছেন, হত্যার বদলে হত্যা ও রক্তের হোলিখেলা চলবে এবং তার ছেলে তাশিক মির্জাকে আঘাত করার পরিণাম।




error: Content is protected !!