কালীগন্জে ছেলের পর করোনায় মারা গেল মা।

প্রকাশিত: ৭:৪৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২০

মোঃ শাহ আলম কালীগঞ্জ ঝিনাইদহ

ঝিনাইদহের কালীগঞ্জে রাবিয়া বেগম (৭৫) নামে এক বৃদ্ধা করোনা আক্রান্ত হয়ে মারা গেছে। বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহের কোভিড ডেডিকেটেড হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। রাবিয়া বেগম উপজেলার আলাইপুর গ্রামের সলেমান মোল্লার স্ত্রী। এর আগে গত ২৭ আগষ্ট তার ছেলে বাবলুর করিম করোনা আক্রান্ত হয়ে মারা যান। বাবলুর করিম কালীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসের অফিস সহায়ক পদে কর্মরত ছিলেন।

উপজেলার ১নং সুন্দরপুর-দূর্গাপুর ইউনিয়েেনর চেয়ারম্যান ইলিয়াস রহমান মিঠু বিষয়টি নিশ্চিত করে জানান, কিছুদিন আগে বাবলুর করিম করোনা পজিটিভ হলে ঝিনাইদহ শিশু হাসপাতালে অবস্থিত করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরপর তার মা রাবিয়া বেগম করোনা আক্রান্ত হন। তাকেও ঝিনাইদহ কোভিড হাসপাতালে ভর্তি করা হয়। ছেলে মৃত্যুর ১৪ দিন পর বৃহস্পতিবার তার মাও মারা যান।

করোনা আক্রান্ত মৃত ব্যক্তিদের দাফনে গঠিত টিমের প্রধান উপজেলা জামে মসজিদের খতিব মাওলানা রুহুল আমিন সৌরভ জানান, সংবাদ পেয়ে আমরা ঝিনাইদহ কোভিড হাসপাতাল থেকে মরদেহ নিয়ে গ্রামের বাড়িতে যাচ্ছি। সেখানে জানাজা শেষে দাফন করা হবে। কয়েকদিন আগে তার ছেলে উপজেলা নির্বাচন অফিসের সহায়ক বাবলুর করিমও মারা যান বলে যোগ করেন এই ঈমাম নেতা।

এদিকে ঝিনাইদহ সিভিল সার্জন অফিসের করোনা সেলের মুখপাত্র ডা. প্রসেনজিৎ পার্থ বিশ্বাস করোনায় আক্রান্ত হয়ে নারী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।




error: Content is protected !!