রুহুল আমিন, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জের করিমগঞ্জের উপজেলা
নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তসলিমা নূর হোসেন করোনা ভাইরাস covid-19 এ আক্রান্ত হয়েছেন।১৬ সেপ্টেম্বর বুধবার বিকেলে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। জেলার ১৩ উপজেলার মধ্যে করোনা কালে এই প্রথম কোনো ইউএনও করোনায় আক্রান্ত হলেন।তিনি জানান, কয়েক দিন ধরে তিনি ঠাণ্ডা ও শরীরের ব্যথায় ভুগছিলেন। করোনা উপসর্গ থাকায় মঙ্গলবার নমুনা দেন তিনি। শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পরীক্ষার পর বুধবার বিকেলে নমুনা পরীক্ষার রিপোর্টে covid-19 পজিটিভ আসে।তিনি বলেন, করোনা সংক্রমণ শুরুর পর থেকে তিনবার নমুনা দিয়েছি। তিনবারই নেগেটিভ আসে। সর্বশেষ মঙ্গলবার নমুনা দেওয়ার পর পজিটিভ রিপোর্ট এলো।এ বিষয়ে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রিয়াদ শাহেদ রনি বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার শারীরিক অবস্থা ভালো রয়েছে। হালকা জ্বর, সামান্য গলা ব্যথা ও ঠাণ্ডা আছে। তাঁকে আপাতত বাসায় আইসোলেশনে থাকতে বলা হয়েছে। স্বাস্থ্য বিভাগ তাঁর সার্বক্ষণিক খোঁজখবর রাখছে।সাম্প্রতিক সময়ে করিমগঞ্জের ইউএনও তসলিমা নূর হোসেন মোবাইল কোর্ট পরিচালনা, প্রশাসনিক কাজকর্ম ও এলাকার উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে খুবই ব্যস্ত ছিলেন। এসব কারণে তাঁকে সারা উপজেলায় ছোটাছুটি করতে হয়েছে। এভাবে ঝুঁকি নিয়ে সরকারি দায়িত্ব পালন করার কারণে তিনি করোনায় আক্রান্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। সম্মুখ সারির এই করোনা যোদ্ধা সকলের কাছে সুস্থ হয়ে ফিরে আসবেন এটাই প্রত্যাশা।