কিশোরগঞ্জের করিমগঞ্জে হত্যা মামলার আসামি বাবলুকে গ্রেফতার করেছে পুলিশ।

প্রকাশিত: ৬:১৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২০

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ কিশোরগঞ্জের করিমগঞ্জে অটোরিক্সাচালক আনোয়ার হত্যা মামলার প্রধান আসামী বাবলুকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার কৃত বাবলু করিমগঞ্জ উপজেলার কিরাটন বিলপাড়া গ্রামের ওয়াহেদ আলীর ছেলে।

গত ২১ সেপ্টেম্বর সোমবার করিমগঞ্জ উপজেলা সমিতি এলাকার কিরাটন বিলের কর্দমাক্ত ধান ক্ষেত থেকে গলায় গামছা প্যাচানো অবস্থায় অটোরিক্সাচালক আনোয়ারের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পরে মৃতদেহের ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে তার পরিচয় সনাক্ত করা হয়। নিহত আনোয়ার নারায়ণগঞ্জের আড়াই হাজার উপজেলার গোপালদী পৌরসভা নুরুল ইসলামের ছেলে। পরের দিন ২২ সেপ্টেম্বর নিহত আনোয়ারের ছোট ভাই আমির হোসেন বাদী হয়ে গ্রেফতার কৃত বাবলুকে প্রধান আসামী করে করিমগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

কিশোরগঞ্জ পুলিশ সুপার মো.মাশরুকুর রহমান খালেদ (বিপিএম) বার সার্বিক নির্দেশনায় মামলা তদন্তকারী করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল ইসলাম মামলার প্রধান আসামি বাবলু (৪৮) কে এক সপ্তাহের মধ্যেই যশোর, ময়মনসিংহ ও গাজীপুরের বিভিন্ন এলা কায় অভিযান চালিয়ে গাজীপুরের মাওনা এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) আদালতে প্রেরন করলে আদালতে বাবলু স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেয়ার পর বিকালে জেল হাজতে প্রেরন করেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আশিকুর রহমান।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মমিনুল ইসলাম জানান,অটোরিক্সা চালক নিহত আনোয়ারের সাথে গ্রেফতার কৃত বাবলুর পূর্ব পরিচয়ের সুবাদে তার বাড়িতে নিয়ে আসে এবং ব্যবহৃত অটোরিক্সাটি বিক্রি করে অবৈধভাবে লাভবান হওয়ার জন্যই খুন করে লাশ কাঁদার ভিতরে রেখে দেয়।

এক পর্যায়ে অটো রিকশা ছিনতাই করে নরসিংদির ঘোড়াদিয়ায় বিক্রি করে দেয় আসামি বাবুল। ব্যবহৃত অটো রিক্সাটি নরসিংদীর ঘোড়াদিয়া এলাকা থেকে উদ্ধার করে পুলিশ। বাবলুকে গ্রেফতার করার পর তার নিকট থেকে অটোরিক্সা ও বিক্রির ২০০০ টাকা উদ্ধার করেছে পুলিশ। জিজ্ঞাসা বাদ শেষে থাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আসামিকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।




error: Content is protected !!