কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বজ্রপাতে মাদীাসা ছাত্রের মৃত্যু

প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ণ, জুলাই ১১, ২০২০

রুহুল আমিন,কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় হাঁসকে খাবার খাওয়াতে নিতে গিয়ে বজ্রপাতে রাজু (১৬) নামের এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (১১ জুলাই) সকালে উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের নয়াপাড়া গ্রামে বজ্রপাতে এই নিহতের ঘটনাটি ঘটে।

বজ্রপাতে নিহত রাজু নয়াপাড়া গ্রামের আলাউদ্দিনের ছেলে এবং সালুয়াদী হামিদিয়া দাখিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র।

জানা যায়, শনিবার (১১ জুলাই) সকালে বাড়ির পাশের একটি জমিতে হাঁসকে খাবার খাওয়াতে নিয়ে যায় রাজু। এসময় বজ্রপাতের ঘটনা ঘটে। বজ্রাঘাতে ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়ে সে।

পরে স্থানীয় লোকজন মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাজুকে মৃত ঘোষণা করেন।বজ্রাঘাতে মাদ্রাসা ছাত্রের মারা যাওয়ার তথ্যটি নিশ্চিত করেছেন পাটুয়াভাঙ্গা ইউপি চেয়ারম্যান মো. শাহাব উদ্দিন।




error: Content is protected !!