কিশোরগঞ্জে করোনা সনাক্তের আজ ৯০ দিন

প্রকাশিত: ৩:৪২ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২০

রুহুল আমিন,কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জে করোনা সনাক্তের আজ ৯০ দিন পূর্ণ হলো। গত ৯ এপ্রিল সর্বপ্রথম এই জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগী সনাক্ত হয়। সেই থেকে জেলার ১৩ উপজেলায় ছড়িয়ে পড়ে প্রাণঘাতী করোনা ভাইরাস। লাগামহীন ভাবে বেড়েই চলেছে সংক্রমণ। গতকাল ৭ জুলাই কিশোরগঞ্জ সিভিল সার্জন কার্যালয় সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী জেলায় নতুন করে আরো ১৪ জন আক্রান্ত হয়েছে। এই নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৬০ জনে। সেই সাথে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন সর্বমোট ২৯ জন। আর এই ভাইরাস থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন ১৩১৫ জন। এই তথ্য নিশ্চিত করেছেন কিশোরগঞ্জের সিভিল সার্জন ডাঃ মোঃ মুজিবুর রহমান।
জেলায় করোনা সংক্রমণের সংখ্যার দিক বিবেচনা করে প্রথমে এই জেলা কে ‘হটস্পট’ হিসেবে চিহ্নিত করা হয়। প্রথমে জেলার স্থাস্ব্য বিভাগে হানা দেয় করোনা। ডাক্তার, নার্স, স্বাস্থ্য কর্মী, স্বাস্থ্য কর্মকর্তা সহ অর্ধশত করোনায় আক্রান্ত হন। এতে স্থাস্ব্য খ্যাত অনেকটাই হুমকির মুখে পড়ে যায়। এক পর্যায়ে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কে লকডাউন করে দেয়া হয়। এরপর জেলার প্রশাসন বিভাগে হানা দেয় করোনা ভাইরাস। পুলিশ সদস্য, পুলিশ কর্মকর্তা, উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহ বেশ কয়েকজন এই ভাইরাসে আক্রান্ত হন।
জেলায় সর্বমোট আক্রান্তের সংখ্যা ১৬৬০ জন। এরমধ্যে দুই উপজেলাতেই ৯০৬ জন।যা মোট আক্রান্তের অর্ধেকের বেশি। কিশোরগঞ্জ সদর উপজেলায় ৩৭৯ জন ও ভৈরব উপজেলায় ৫২৭ জন। সেই সাথে এই দুই উপজেলায় মৃত্যুর সংখ্যাও অনেক বেশি। পুরো জেলায় সর্বমোট মৃত্যু হয়েছে ২৯ জনের। এরমধ্যে দুই উপজেলায় ১৮ জন।যা অর্ধেকের আরো বেশি। কিশোরগঞ্জ সদর উপজেলায় মৃত্যু হয়েছে ৬ জন ও ভৈরব উপজেলায় ১২ জন।
৭ জুলাই রাতে সর্বশেষ পাওয়া কিশোরগঞ্জ সিভিল সার্জন কার্যালয় সূত্র অনুযায়ী, জেলার ১৩ টি উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৬৬০ জন। এরমধ্যে রয়েছে কিশোরগঞ্জ সদর উপজেলায় ৩৭৯ জন, হোসেনপুর উপজেলায় ৩৬ জন, করিমগঞ্জ উপজেলায় ১১১ জন, তাড়াইল উপজেলায় ৭৯ জন, পাকুন্দিয়া উপজেলায় ৭৬ জন, কটিয়াদী উপজেলায় ১০১ জন, কুলিয়ারচর উপজেলায় ১০৩ জন, ভৈরব উপজেলায় ৫২৭ জন, নিকলী উপজেলায় ৩১ জন, বাজিতপুর উপজেলায় ১৩৭ জন, ইটনা উপজেলায় ৩১ জন, মিঠামইনে ৩৭ জন ও অষ্টগ্ৰাম উপজেলায় ১২ জন।




error: Content is protected !!