কুষ্টিয়ায় ‘বন্ধু’ সংগঠনের পক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পুষ্পস্তবক অর্পণ

প্রকাশিত: ১১:১৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২১

কে এম শাহীন রেজা কুষ্টিয়া জেলা প্রতিনিধি।।
২১ আমাদের অহংকার এই শ্লোগানকে সামনে রেখে কুষ্টিয়ায় ‘বন্ধু’ সংগঠনের পক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতে সকালের প্রথম প্রহরে বন্ধু সংগঠনের কুষ্টিয়া প্রতিনিধি গন কুষ্টিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারিতে যারা বাংলা ভাষার জন্য জীবন দিয়েছিলেন সেই সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন কুষ্টিয়ার বন্ধু সংগঠন।২১ শে ফেব্রুয়ারি আমাদের অহংকার, বাঙ্গালির জন্য একটি গৌরব উজ্জ্বল দিন। ইতিহাসের এই দিনেই মাতৃভাষার জন্য রাজপথে জীবন দিতে হয়েছিল সালাম, বরকত, জব্বার রফিকসহ নাম না জানা আরও অনেকেই। বিশ্বের ইতিহাসের বুকে মাতৃভাষার জন্য বীরল দৃষ্টান্ত স্থাপন করেছিল আমাদের এই বাঙালীরাই, এই দিনটি শুধু বাংলাদেশের মানুষই স্মরণ করেনা। ২১ শে ফেব্রুয়ারি দিনটি স্বীকৃতি পেয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের। সারা বিশ্বই দিনটি স্মরণ করে।পুস্পস্তবক অর্পণের সময় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া বন্ধু সংগঠনের উপদেষ্টা এডভোকেট শেখ আজিজ আহমেদ পলাশ, প্রতিনিধি প্রভাষক ওবায়দুর রহমান আবুল, মিজানুর রহমান কলিন, মেহেদী হাসান, গনমাধ্যমকমী কে এম শাহীন রেজা, সৈয়দ মামুনুর রহমান মান্নু, শফিকুর রহমান টনা, শেখ আবু হায়দার লিপু, আশরাফুল ইসলাম টিটু, ও হালিম স্বপন ও শেখ আবু হায়দার লিপুর সন্তারাও অংশ নেন পুষ্পস্তবক অর্পণের সময়।




error: Content is protected !!