কুষ্টিয়ার ভেড়ামারারায় লকডাউন বাস্তবায়নে ব‍্যাস্ত সময় পার করছেন ইউএনও, সার্কেল এবং ওসি।

প্রকাশিত: ৩:৫৬ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২১

মোঃ শৌভন আহম্মেদ সবুজ নিজস্ব প্রতিনিধি

লকডাউনের ১৪ তম দিনে (কুষ্টিয়ার হিসেবে, জাতীয় হিসেবে ৪র্থ) আজ রোববার সকাল থেকে মাঠে সক্রিয় ছিলেন কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার সিভিল ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাগণ।

এছাড়া ছিল সেনাটহল। সেনা টহলে সেনাবাহিনীর ক্যাপ্টেন পদমর্যাদার চৌকস অফিসার সাকিব নেতৃত্বে ছিলেন।

ভেড়ামারা কলেজ বাজার স্থানান্তর বিষয়ক কাজ তদারকির জন্য রবিবার সকাল ০৮.০০ টার আগেই বাজারে আসেন ম্যাজিষ্ট্র্রেট ও পুলিশ। এছাড়া ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার দীনেশ সরকার উপজেলার বিভিন্ন ইউনিয়নে চলমান মানবিক ত্রাণ কার্যক্রম পরিদর্শন করেন তিনি।

আজ মাঠে ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসির আরাফাত লক ডাউন বাস্তবায়নে ভেড়ামারা থানা পুলিশের কার্যক্রম তদারকি ও পরিদর্শন করেন। ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ ইন্সপেক্টর মজিবুুর রহমানকেও মাঠে সক্রিয় ও তৎপর থাকতে দেখা গেছে।
ভেড়ামারার লক ডাউনে মোবাইল কোর্টও নিয়মিত অভিযানের অংশ হিসেবে রবিবারেও অভিযান পরিচালনা করেছেন।

উক্ত অভিযান ভেড়ামারার এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত বিস্তৃত ছিল। যাতে মোট ৪ হাজার ৫’শ টাকা এই উপজেলা থেকে জরিমানা বাবদ ট্রেজারীতে জমা পড়েছে। ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার দীনেশ সরকার এই প্রতিবেদককে জানানঃকঠোর বিধিনিষেধ তথা কঠোর লক ডাউন প্রজ্ঞাপন ও জনস্বার্থে ভেড়ামারা উপজেলা প্রশাসন আজকের দিনে যেসকল কর্মসূচী পালন ও বাস্তবায়ন করেছে তা হলোঃ
১। ত্রাণ বিতরণঃ আজ উপজেলার চাঁদগ্রাম ও জুনিয়াদহ ইউনিয়নে করোনা ভাইরাসের প্রভাবে ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
২।খোলা জায়গায় বাজার স্থাপনঃ শহরের ঘিঞ্জি পূর্ণ পরিবেশ থেকে কলেজ বাজারকে সরিয়ে নিয়ে উন্মুক্ত স্থানে কাঁচা বাজার স্থাপন ও চালুর ব্যবস্থাকরণ । যাহা আজ রোববার থেকে চালু হয়েছে। যাহা উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত মোতাবেক আজ সকালে বাস্তবায়িত।
৩। ভ্রাম্যমান আদালতঃ দিনব্যাপী পৌর বাজার, চাঁদগ্রাম, ধরমপুর,পরানখালী, নহিরের মোড়, কুচিয়ামোড়া, আড়কান্দি, রায়টা, ফয়জুল্লাহপুর, জুনিয়াদহ, গোলাপনগর, নতুনহাট, চর দামুকদিয়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করে “সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ মোতাবেক ৪ টি মামলায় মোট ৪,৫০০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয়। র‌্যাপিড অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার, ভেড়ামারা সার্কেল ও অফিসার ইনচার্জ, ভেড়ামারা থানা যুক্ত ছিলেন।




error: Content is protected !!