কুষ্টিয়ার ভেড়ামারায় কঠোর লকডাউনের পঞ্চম দিন।

প্রকাশিত: ১২:৫২ পূর্বাহ্ণ, জুন ২৭, ২০২১

মোঃ শৌভন আহম্মেদ সবুজ নিজস্ব প্রতিনিধি

কঠোর বিধি-নিষেধ (লকডাউন) এর পঞ্চম দিনে ভেড়ামারা উপজেলার কোদালিয়া পাড়া, জুনিয়াদহ, রনপিয়া, পৌর বাজার, গোলাপনগর, জগশ্বর, বাহাদুরপুর, কুচিয়ামোড়া, সমিতির মোড়, ক্ষেমিড়দেয়ার, পরানখালী, ধরমপুর, কাঠেরপুল, ফারাকপুর, নতুনহাট, মলুয়া, দলুয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার জনাব দীনেশ সরকার।

উক্ত অভিযানে একটি বাল্যবিবাহ বন্ধ করা হয় এবং মোবাইল কোর্ট পরিচালনা করে “সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ মোতাবেক ৫টি মামলায় মোট ৬৫০০/- অর্থদন্ড প্রদান করা হয়।

তাছাড়ালকডাউনে থেমে নেই ত্রাণ বিতরন।লকডাউনে ক্ষতিগ্রস্ত চায়ের দোকানদারদের বাড়িতে ত্রাণ সামগ্রী পৌঁছে দেন সুযোগ‍্য এই ইউএনও।এসময় মানুষের সচেতনতা বাড়ানোর জন্য তিনি সকলকে করোনার ভয়াবহতা সম্পর্কে বুঝিয়ে বলেন এবং সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলতে বলেন।

এঅভিযান সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন , সম্মানিত ডিসি স‍্যার কতৃক লকডাউনের সাত দিনের আজ পঞ্চম দিন।লকডাউনের সব দিনেই অভিযান অব‍্যহত ছিলো এবং আগামী দিন গুলোতেও অভিযান অব্যাহত থাকবে।তিনি আরো বলেন সবাই মাস্ক পড়ুন, ঘরে থাকুন ,সুস্থ থাকুন।




error: Content is protected !!