কুষ্টিয়ার ভেড়ামারায় লকডাউনের ঘোষনা আসতে পারে রবিবার থেকে।

প্রকাশিত: ৭:১৬ অপরাহ্ণ, জুন ১৯, ২০২১

মোঃ শৌভন আহম্মেদ সবুজ নিজস্ব প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারায় করোনা প্রতিরোধে উপজেলা করোনা প্রতিরোধ কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

করোনা প্রতিরোধে ভেড়ামারা উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভা শুক্রবার বিকেলে উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়। ভেড়ামারা উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার দীনেশ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জননেতা আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু,কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) ইয়াছির আরাফাত, ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড়াঃ মোঃ নুরুল আমীন, ভেড়ামারা পৌরসভার জননন্দিত মেয়র আনোয়ারুল কবির টুটুল, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া জেলা জাসদের সুযোগ্য সাধারণ সম্পাদক জননেতা আলহাজ্ব আব্দুল আলীম স্বপন, ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সুযোগ্য সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা,ভেড়ামারা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আলহাজ্ব এ্যাডঃ আলম জাকারিয়া টিপু, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি জাহাঈীর হোসেন জুয়েল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান লিপটন, ভেড়ামারা উপজেলা মাধ্যামিক শিক্ষা কর্মকর্তা ফারুক আহম্মেদ, মোকারিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ, ধরমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাবুল আলম লালু, বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশিকুর রহমান ছবি,বাহিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রওশন আরা বেগম, ভেড়ামারা রেল বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আবু দাউদ,ভেড়ামারা কলেজ বাজার কমিটির সদস্য ও পৌর ১ নং ওয়ার্ড কাউন্সিলর ফিরোজ আলী মৃর্ধা। সিএনজি অটো মালিক সমিতির সদস্য বৃন্দ।

সভায় বক্তব্যে বক্তারা বলেন করোনা প্রতিরোধে ভেড়ামারা উপজেলায় এক সপ্তাহ লকডাউন দেয়ার ব্যাপারে মতামত ব্যাক্ত করেন। জননেতা মাহবুব উল হানিফের বক্তব্যের সাথে সুর মিলিয়ে ভেড়ামারায় কমপক্ষে এক সপ্তাহ লকডাউনের প্রস্তাব ব‍্যাক্ত করেন বক্তারা।




error: Content is protected !!