কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ বেড থেকে ১০০ বেডে উন্নীত করা এখন সময়ের দাবি।
মোঃ শৌভন আহম্মেদ সবুজ নিজস্ব প্রতিনিধি
ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের ভিড় সামাল দিতে হিমসিম খেতে হচ্ছে হাসপাতাল কতৃপক্ষ কে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালে করোনা আক্রান্তদের চিকিৎসা সেবা দিতে সাধারণ রোগীদের উপর বিধি নির্দেশ আরোপ করায়, চাপ পড়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নুরুল আমিন জানান, ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সে কোন বেড,কেবিন,খালি নেই। বাধ্য হয়ে ফ্লোরে চিকিৎসা সেবা নিচ্ছে রোগীরা। জরুরী বিভাগে চলছে নন স্টপসার্ভিস।
আজ শুক্রবার সকাল ৮ টার সময় এ চিত্র দেখা গেছে।
এখান থেকে উত্তরণের সমাধান হাসপাতালটি ৫০ বেড থেকে বাড়িয়ে ১০০ বেডে উন্নীত করা এখন সময়ের দাবি। তাই সংশ্লিষ্ট কতৃপক্ষের সদয় দৃষ্টি কামনা করছেন হাসপাতাল কতৃপক্ষ এবংসমাজের সচেতন মহল।