কুড়িগ্রামের চর রাজিবপুরে দুঃস্থ অসহায় পরিবারের মাঝে স্বাস্থসম্মত ল্যাট্রিন স্থাপনের সরঞ্জাম বিতারন।

মাহে আলম, কুড়িগ্রাম, প্রতিনিধি।
কুড়িগ্রাম জেলার চর রাজিবপুর উপজেলার সদর ইউনিয়নে সংগো প্রকল্পের আওতায় ৩৪ টি দুঃস্থ অসহায় পরিবারের মাঝে ল্যাট্রিন স্থাপনের জন্য রিং,স্লাব,টিন,চাটাই বিতরন করা হয়।এসময় সবাইকে স্বাস্থ্যসম্মত ল্যাট্টিন ব্যবহারে উৎসাহিত করা হয়।এসময় উপস্থিত ছিলেন চর রাজিবপুর উপজেলা সদর ইউনিয়ন চেয়ারম্যান জনাব মোঃকামরুল আলম বাদল সহ অনেকেই।