কুয়াকাটায় এমপি মুহিব বললেন, প্রধানমন্ত্রী দক্ষিণাঞ্চলের মানুষের কল্যানে অনেক উন্নয়ন করেছে ॥

প্রকাশিত: ৫:২১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২১

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি ঃ কুয়াকাটায় প্রধানমন্ত্রীর ৭৫তম
জন্মবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যার পর কুয়াকাটা পৌর আওয়ামী লীগ
আয়োজিত প্রধানমন্ত্রীর জন্ম বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির
বক্তব্যে পটুয়াখালী-৪, (কলাপাড়া-মহিপুর-রাঙ্গাবালী) আসনের জাতীয় সংসদ
সদস্য অধ্যক্ষ আলহাজ্ব মো: মহিববুর রহমান এমপি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ
হাসিনা কুয়াকাটা তথা দক্ষিণাঞ্চলের মানুষদের ভালোবাসেন বলেই তিনি
দক্ষিণাঞ্চলের উন্নয়নে ব্যাপক কাজ করেছেন। পায়রা বন্দর, পায়রা তাপবিদ্যুৎ
কেন্দ্র, পদ্মাসেতু, লেবুখালী সেতু, শেখ হাসিনা সেনানিবাস, শের-ই-বাংলা
নৌ-ঘাটি, পর্যটনকেন্দ্র কুয়াকাটা, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র,
মহিপুর-আলীপুর মৎস্য অবতরন কেন্দ্রসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ
করেছেন।

এমপি মুহিব আরো বলেন, প্রধানমন্ত্রীর তিন ভাইয়ের নামে তিনটি সেতু
নির্মানের মাধ্যমে সারা দেশের সাথে কুয়াকাটার মানুষের মেল বন্ধন তৈরি
করেছেন। কুয়াকাটা পর্যটন কেন্দ্র হবে বিশ্বের অন্যতম পর্যটন নগরী। শেখ
হাসিনা কুয়াকাটা সমুদ্র সৈকতের বালু ক্ষয় রোধে সাড়ে ৯শ কোটি টাকার উন্নয়ন
প্রকল্প হাতে নেয়া হয়েছে। এ প্রকল্পের মাধ্যমে সৈকতের সৌন্দর্য ফিরিয়ে
আনা হবে।

কুয়াকাটা পৌর আওয়ামী লীগ সভাপতি আ: বারেক মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায়
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কলাপাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক
অধ্যক্ষ ফাতেমা আকতার রেখা। এসময় আরো উপস্থিত ছিলেন মহিপুর থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক
আলহাজ্ব মো: মনির আহমেদ ভূইয়া, কলাপাড়া পৌরসভার প্যানেল মেয়র মো: হুমায়ুন
কবিরসহ আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ-সংগঠনের
নেতা-কর্মীরা।

আলোচনা সভা শেষে কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপিত হয়। এসময়
বঙ্গবন্ধুসহ প্রধানমন্ত্রীর পরিবারের নিহতদের রুহের মাগফেরাত কামনা করে
দোয়া-মোনাজাত করা হয় এবং প্রধানমন্ত্রীর দীর্ঘায়ূ কামনা করেন।
দোয়া-মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো: জাহিদুল ইসলাম। অনুষ্ঠান
সঞ্চালনা করেন পৌর ছাত্রলীগ সভাপতি ও কাউন্সিলর মো: মজিবুর রহমান।




error: Content is protected !!