কুয়াকাটায় ট্যুর অপারেটরস ও ট্যুর গাইডদের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত ॥

প্রকাশিত: ৮:২৮ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০২১

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি ঃ পযটন নগরী কুয়াকাটায় পযর্টকদের সেবার
মান বাড়াতে ট্যুর অপারেটর ও ট্যুর গাইডদের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত
হয়েছে। সোমবার রাতে কুয়াকাটা পৌরসভা মিলনায়তনে ট্যুর অপারেটরস এসোসিয়েশন
অব কুয়াকাটা এবং ট্যুর গাইড এসোসিয়েশন’র যৌথ আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌরসভার মেয়র
আনোয়ার হাওলাদার। উভয় সংগঠনের পক্ষ থেকে পৌর মেয়রকে ফুলের শুভেচ্ছা
জানানো হয়।

এসময় বক্তব্য রাখেন টোয়াক সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, সাধারণ সম্পাদক
আনোয়ার হোসেন আনু, ট্যুর গাইড এসোসিয়েশনের সভাপতি কেএম বাচ্চু ও সাধারণ
সম্পাদক শামিম হোসেন রেজা প্রমুখ।টোয়াক সদস্য জহিরুল ইসলাম মিরন’র
সঞ্চালনায় সভায় টোয়াক সদস্য সাঈদূর রহমান, আবুল হোসেন রাজু, আসাদুজ্জামান
মিরাজসহ সকল ট্যুর অপারেটরস ও ট্যুর গাইড সদস্যরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় বক্তারা কুয়াকাটা সমুদ্র সৈকতে আগত পযর্টকদের নিশ্চিত সেবা
প্রদানের লক্ষ্যে এক সাথে কাজ করার অঙ্গীকার প্রদান করেন।

কুয়াকাটা পৌরসভার মেয়র আনোয়ার হাওলাদার বলেন, পযর্টকদের নিরাপত্তা এবং
উন্নত সেবা প্রদান করতে কুয়াকাটা পৌরসভার পক্ষ থেকে সকল ধরনের সহায়তা
প্রদান করা হবে।




error: Content is protected !!