কুয়াকাটায় পযটন নির্ভর ব্যবসায়ীদের করোনাকালীন বিভিন্ন সমস্যা-সম্ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত ॥

প্রকাশিত: ১২:০৭ অপরাহ্ণ, জুন ৫, ২০২১

রাসেল কবির মুরাদ , কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি ঃ কুয়াকাটায়
করোনাকালীন সময় পযটন বন্ধ থাকায় পযটন নির্ভর ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা
ও উত্তোরণ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় ট্যুর
অপারেটর এসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) এর উদ্যোগে এ আলোচনা সভাপতি
অনুষ্ঠিত হয়।টোয়াক সদস্য বাংলা ভিশন প্রতিনিধি জহিরুল ইসলাম মিরনের সঞ্চালনায় রুমান
ইমতিয়াজ তুষার’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হোসেন হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোন অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসাইন,
কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স এসোসিয়েশন’র সাধারণ সম্পাদক মোতালেব শরীফ,
কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি নাসির উদ্দিন বিপ্লব, কাউন্সিলর শহিদ দেওয়ান,
আবুল হোসেন, টোয়াকের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন আনুসহ কুয়াকাটা পযটন
নির্ভর বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা এতে উপস্থিত ছিলেন ।
এসময় বক্তারা বলেন, চরম সমস্যায় দিন কাটাচ্ছেন পযর্টনের ক্ষুদ্র
ব্যবসায়ীরা। করোনার লকডাউনের কারনে দুই মাস ধরে বন্ধ রয়েছে পর্যটন
সংশ্লিষ্ট সকল ব্যাবস প্রতিষ্ঠান। এ সময় সকল শিল্প কল-কারখানা ও ব্যবসা
প্রতিষ্ঠানের ন্যায় স্বাস্থ্য বিধি মেনে পযটন চালু রাখার দাবী জানান
তারা।কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি নাসির উদ্দিন বিপ্লব বলেন, করোনার মধ্যে
সবকিছু স্বাস্থ্য বিধি মেনে চলতে পারলে পযটন কেনো পারবেনা। স্বাস্থ্য
বিধি মেনে পযর্টকদের সেবা দিতে প্রস্তুত রয়েছে হোটেল-মোটেল রিসোর্টগুলোর
কর্মীরা।কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হোসেন গনমাধ্যমকে বলেন, আমার পৌরসভা পযটন
এলাকার মধ্যে তাই পযটন বন্ধ থাকায় পযটন শিল্প সংশ্লিষ্ট ক্ষুদ্র
ব্যবসায়ী ও শ্রমিকরা বেকার হয়ে পড়েছে। মহামারি করোনা দূযোর্গে কোন
ব্যবসায়ীই ঠিকমতো নির্ধারিত পৌরকর পরিশোধ করতে পারছেনা। তাই স্বাস্থ্য
বিধি মেনে দ্রুত পযটন কেন্দ্র খুলে দেয়ার জোড় দাবী জানান তিনি।




error: Content is protected !!