মোঃ আশাদুল ভূঁইয়া,কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধিঃ
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা সরকারি খাদ্য গুদামে (২৩শে সেপ্টেম্বর)বুধবার সকাল ১১টার দিকে খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাঈমুল হাসান এর নির্দেশনা ও কোটচাঁদপুর ফায়ার সার্ভিসের অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক এর নেতৃত্বে এবং টিম লিডার আলতাফ হোসেন এর পরিচালনায় উপজেলা সরকারি খাদ্য গুদামে অগ্নিনির্বাপক সাপ্তাহিক বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়।
এ সময় সরকারি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাঈমুল হাসান সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ,এবং ফায়ার সার্ভিসের অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক ও অন্যান্য সদস্যবৃন্দ ও স্থানীয় সুধীজন ও এলাকাবাসী উপস্থিত থেকে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কিভাবে অগ্নিনির্বাপক করা হয় তার প্রশিক্ষণ প্রদান করেন এবং জনসাধারণের মাঝে ফায়ার সার্ভিসের মোবাইল ও টেলিফোন নাম্বার বিতরন করা হয়।
এ সময় সরকারি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাঈমুল হাসান বলেন কোটচাঁদপুর বাসির যেকোন দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের সাথে কাধেকাধ মিলিয়ে মানুষের জান মালের উদ্ধার কার্যক্রম চালাতে ও মানুষের মধ্যে অগ্নিনির্বাপণ সচেতনতা তৈরির লক্ষ্যে এই মহড়া অনুষ্ঠিত করা হয়েছে। এ সময় কোটচাঁদপুর ফায়ার সার্ভিসের অফিসার ইনর্চাজ আব্দুর রাজ্জাক বলেন সাপ্তাহিক মহরা অংশ হিসেবে এই মহরা অনুষ্ঠিত হয়, এতে করে মানুষের মধ্যে অগ্নিনির্বাপক সচেতনতা তৈরি এবং মানুষের জান মালের ক্ষয়ক্ষতি কমানো সম্ভব, তিনি আরো জানান সড়ক দুর্ঘটনা কমাতে এবং দুর্ঘটনা পরবর্তী কার্যক্রম সম্পর্কে বিভিন্ন স্থানে সচেতনতা সাপ্তাহিক মহড়া করে থাকি এবং এই মহড়া চলমান থাকবে।