কোটচাঁদপুর সাফদারপুরে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: ৮:২৯ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০২০

মোঃ আশাদুল ভূঁইয়া, কোটচাঁদপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ

১৫ই আগস্ট জাতীয় শোক দিবস ও ২১ আগষ্টের গ্রেনেড হামলা স্বরণ করে ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল বলেছেন,একাত্তরের লাখো শহীদের রক্তে এ মাটি ভিজেছিলো। এ মাটি ভিজেছিলো পচাঁত্তরে জাতির জনক বঙ্গবন্ধুর রক্তে।

তারা আবারও আমাদের প্রিয় নেত্রী জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে টার্গেট করেছিলো। রাখে আল্লা মারে কে, সেদিন আমাদের নেত্রী শেখ হাসিনা প্রানে বেঁচে গেলেও আইভি রহমানসহ অসংখ্য নেতা কর্মীর মৃত্যু হয়েছিলো। এমনকি এই হত্যাকাণ্ডের বিচার বাধাগ্রস্থ করতে তৎকালীন চারদলীয় জোট সরকার যা যা করা দরকার তারা তাই করেছে।

একজন বিচারপ্রতিকে দিয়ে কমিশন করে জজ মিয়া নাটকও সাজিয়েছিলো ওই বিএনপি-জামাত জোট সরকার। তারা যত নাটকই সাজাক এ মাটিতেই ১৫ই আগস্ট ও ২১ আগষ্টের গ্রেনেড হামলা মালার বিচার হবে। সে দিন আর বেশী দূরে নয়।

রবিবার (২৩শে আগস্ট) বিকালে ১৫ই শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও ২১ আগষ্ট গ্রেনেড হামলার ১৬ তম বার্ষিকী উপলক্ষে ১নং সাফদারপুর ইউনিয়নে আঃলীগের উদ্যোগে সাফদারপুর বাজার চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দান কালে তিনি এ কথা বলেন।

সাফদারপুর ইউনিয়ন আঃলীগের সভাপতি ও ইউনিয়ন চেয়ারম্যান নওশের আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আঃলীগের সাধারণ সম্পাদক শাহাজান আলী , সিনিয়র সহসভাপতি নুরুল ইসলাম খান বাবলু, সিনিয়র সহসভাপতি লুৎফর রহমান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার তাজুল ইসলাম,উপজেলা ভাইস চেয়ারম্যান ফারুক হোসেন রিয়াজ,মহিলা ভাইস চেয়ারম্যান সাদিয়া আক্তার পিংকি, ২নং দোড়া ইউনিয়ন চেয়ারম্যান কাবিল উদ্দিন বিশ্বাস, ৩নং ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল হান্নান,৫নং ইউনিয়ন চেয়ারম্যান মিজানুর রহমান খান, দোড়া ইউনিয়ন আঃলীগের সাধারণ সম্পাদক আজগার আলী, সাফদারপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আহেদ আলী,ইউপি সদস্য রহমান বিশ্বাস,উপজেলা আঃলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সামাউল হক লাড্ডু,পৌর আঃলীগের মহিলানেত্রী মোছাঃ রুবিনা রহমান, জেলা শ্রমিকলীগের
সদস্য আজাদ হোসেন তালুকদার, কোটচাঁদপুর পৌর ৪ নং ওয়ার্ড কমিশনার মোঃ জাফর ইকবাল শান্তি,উপজেলা শ্রমিকলীগের আহবায়ক শফিকুর রহমান, সদস্য সচিব শহিদুল ইসলাম,জেলা ছাত্রলীগের সহসভাপতি ও সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ শাহিন, সাধারণ সম্পাদক তৌহিদুজ্জান তৌহিদ, সাবেক পৌর ছাত্রলীগের সভাপতি আলামীন, সাধারণ সম্পাদক প্রদিব কুমার হালদার,ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মিল্লাত হোসেন,ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ নেতা জুয়েল সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানটি আয়োজনে ও পরিচালনা করেন সাফদারপুর ইউনিয়ন আঃলীগের সাধারণ সম্পাদক খালিদ হোসেন টুকু।




error: Content is protected !!