ক্ষুধার্ত সন্তানদের মুখে এক মুঠো ভাত তুলে দেওয়ার জন্য মাথার চুল ৩০০টাকায় বিক্রয় করলেন এক মহিলা
আসলাম উদ্দিন,দিনাজপুর প্রতিনিধিঃ
সন্তান দের মুখে এক মুঠো খাবার তুলে দেওয়ার জন্য মাথার চুল ন্যাড়া করে ৩০০টাকায় বিক্রয় করে দিলেন সোনালী বেগম নামে এক মহিলা
এই দুঃখ জনক ঘটনা টি ঘটেছে হাকিমপুর উপজেলার পালী বটতলী গুচ্ছ গ্রামে।
ঐগুচ্ছ গ্রামের নব মুসলিম সোহাগের স্ত্রী সোনালী বেগম (২৫) কয়েক দিন ধরে অভাব অনাটনের কারণে খুবই কষ্টে মাঝে খেয়ে না খেয়ে দিনপাত করলেও৭বছর ও৪ বছর বয়সী দুই ক্ষুধার্ত সন্তানদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য বাধ্য হয়ে মাথার চুল বিক্রয় করে দেন চুল ব্যবসায়ীদের নিকট।চুল ব্যবসায়ীরা অবশ্য অভাবের বিষয়টি বুঝতে পেরে ৫০টাকা বেশী দিয়ে দেন।
উক্ত ঘটনাটি জানতে পেড়ে হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাফিউল আলম খন্দকার ঐ দিন রাতেই ঐ পরিবারে পাশে খাবার সামগ্রী নিয়ে পাশে দাড়িয়েছেন।
পরিবারের দুই স্বামী স্ত্রীকে কাজের ব্যবস্থা করে দিয়েছেন।
সোনালী বেগম কে সেলাই মেশিন ও সোহাগ ইসলামকে ফুসকার দোকান করে দিয়েছেন।
সোনালী বেগমকে সেলাই প্রশিক্ষণের ব্যবস্থা করে দিয়েছেন।
ফুসকার দোকান করার জন্য গাড়ী ওমালামাল ক্র য়ের জন্য নগদ অর্থ সহযোগিতা করেন।
নির্বাহী অফিসারের এমন সাহায্য সহ যোগিতা
প্রসঙ্গে সোনালী বেগম ও সোহাগ দম্পতি বলেন স্যার ঐদিন রাতে এসে আমাদের ৮দিনের খাবার সামগ্রী তুলে দেন আমাকেও আমার স্বামীকে কাজের ব্যবস্থা করে দেন।
আমরা কখন ও কল্পনাও করতে পারিনি।
আমাদের পাশে এসে আমাদের সাহায্য সহযোগিতা করার জন্য আমরা স্যারের কাছে কৃতজ্ঞ।
আমরা দোয়া করি স্যারকে আল্লাহ্ ভাল রাখুন।
স্যার যেন এভাবেই গরীব দুখী মানুষের সেবা করতে পারেন।
সোহাগ বলেন আমি হোটেলে কাজ করতাম করোনা প্রার্দুভাবে কারনে হোটের কাজ বন্ধ হয়ে গেছে কোথাও কোন কাজ জোগার করতে পারিনাই খুবই অসহায় করতে পারি নী অভাবের কারনে খুবই অসহায় মনে হয়েছিল নিজেকে
স্যার ফুসকার দোকান করে দেওয়াতে হাট বাজারে ব্যবসা করে সংসার চালাতে পারবোও ছেলে মেয়ের পড়াশুনা করাতে পাববো।
আল্লাহ্ যেন স্যারকে সুস্থ রাখেন এ দোয় করি।
পালীর বটতলী গুচ্ছ গ্রাম ঘুরে