মোঃ ইউসুফ শেখ, খুলনা প্রতিনিধিঃ
মহামারি করোনা ভাইরাসের প্রার্দুভাব বিস্তার রোধে খুলনার বৃহত্তর বড়বাজার বন্ধের ঘোষনা করা হয়। শনাক্তের বিবেচনায় বর্তমানে খুলনা বিভাগ এগিয়ে। গত কিছুদিন আগেই খুলনা কে রেডজোন ঘোষনা করা হয়। আজ ২২ জুন সকাল ৮ টা পর্যন্ত খুলনায় শনাক্ত হয়েছেন ১২৭ জন (তথ্য খুলনা সিভিল সার্জন কার্যালয় )। প্রতিদিনই সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে, ভয় এবং আতংকে দিশেহারা খুলনার মানুষ। এখনই কঠোর অবস্থানে না গেলে চরম মূল্য দিতে হবে খুলনা বাসিকে।
এ সংক্রামন রোধ কল্পে খুলনা বড় বাজার ব্যবসায়ী মালিক সমিতি গতকাল রোববার (২১ জুন) সন্ধ্যায় ব্যবসায়ী নেতারা সিদ্ধান্ত নেন আগামী ২২ জুন থেকে ২৭ জুন পর্যন্ত বড় বাজার বন্ধ থাকবে।
খুলনা বড় বাজার ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক সোহাগ দেওয়ান বলেন, সমগ্র বাংলাদেশে করােনা ভাইরাস যে ভাবে মহামারী আকারে ধারন করেছে, সেভাবে খুলনায় প্রতিদিন বহু মানুষ এই রােগে আক্রান্ত হচ্ছে। তারই ধারাবাহিকতায় বাজার সমিতির অন্তর্ভূক্ত কিছু ব্যবসায়ীও করােনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেছেন এবং কিছু কিছু ব্যবসায়ীও আক্রান্ত হয়ে অসুস্থ্য অবস্থায় আছেন। ফলে এই বাজারে করােনা ভাইরাসের ভয়াবহতা চরম আকার ধারণ করেছে। তাই সকলের সুস্থ থাকার জন্য আগামী ২২ জুন থেকে ২৭ জুন পর্যন্ত আমাদের সমিতির অন্তর্ভূক্ত সকল ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণরূপে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
খুলনা ধান-চাল বনিক সমিতির সভাপতি মনির আহমেদ বলেন, করোনা সংক্রমণের মাত্রা বৃদ্ধি পাওয়ায় আমাদের পক্ষ থেকে সকল ধান ও চালের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২২ জুন থেকে ২৬ জুন সকল এ জাতীয় দোকান বন্ধ থাকবে।
জানা গেছে, খুলনা বড় বাজার ব্যবসায়ী মালিক সমিতি ও খুলনা ধান-চাল বনিক সমিতি আওয়াতাভুক্ত রয়েছে বড় বাজারের প্রায় সকল নিত্য প্রয়োজনীয় পন্যের দোকান পাট।