খুলনা রেডজোন ঘোষনাঃ ছয় জেলা লকডাউনের তালিকায়

প্রকাশিত: ৩:৩১ অপরাহ্ণ, জুন ৭, ২০২০

মোঃ ইউসুফ শেখ, খুলনা

মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমন ঠেকাতে এলাকাভিত্তিক লকডাউনের উদ্যোগ নিয়েছে সরকার। সংক্রমন বিবেচনায় রেড জোন, ইয়েলো জোন ও গ্রিন জোনে চিহ্নিত করে লকডাউন ও স্বাস্থ্যবিধি মানতে কঠোর পদক্ষেপ গ্রহন করা হবে।

সরকারের উর্ধতন এমন তথ্য জানানোর পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের আওতাধীন ওয়েবসাইট করোনা ইনফোতে দেশের তিনটি বিভাগ, ৫০টি জেলা ও ৪০০টি উপজেলাকে পুরোপুরি লকডাউন (রেড জোন বিবেচিত) দেখানো হচ্ছে। আংশিক লকডাউন (ইয়েলো জোন বিবেচিত) দেখানো হচ্ছে পাঁচটি বিভাগ, ১৩টি জেলা ও ১৯টি উপজেলাকে। আর লকডাউন নয় (গ্রিন জোন বিবেচিত) এমন জেলা দেখানো হচ্ছে একটি এবং উপজেলা দেখানো হচ্ছে ৭৫টি।

খুলনা বিভাগের চুয়াডাঙ্গা, যশোর, খুলনা, মেহেরপুর, নড়াইল ও সাতক্ষীরাকে পুরোপুরি লকডাউন দেখানো হয়েছে। এই বিভাগে আংশিক লকডাউন দেখানো হয়েছে বাগেরহাট, কুষ্টিয়া ও মাগুরাক জেলাকে। খুলনা বিভাগেই দেশের একমাত্র গ্রিন জোন চিহ্নিত জেলা রয়েছে ঝিনাইদহ, তার ঝিনাইদহ লকডাউন নয়।




error: Content is protected !!