খেলাধুলাই পারে যুব সমাজকে অপরাধমূলক মুলুক কর্মকাণ্ড থেকে ফিরাতে – এমপি শাওন

প্রকাশিত: ৮:৩২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২০

এনামুল হক রিংকু লালমোহন ভোলা প্রতিনিধি

মাদক, ইভটিজিং মুক্ত সমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই। যুব সমাজকে অপরাধমূলক কর্মকাণ্ড থেকে ফিরিয়ে এনে খেলাধুলার প্রতি মনোনিবেশ করতে হবে। তাহলেই যুব সমাজ মাদক থেকে বিরত থাকবে । তাই প্রতিটি এলাকাতেই খেলাধুলার পরিবেশ সৃষ্টি করতে হবে। তাহলে যুব সমাজ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে ফিরে আসবে। খেলাধুলাই একমাত্র পারে যুব সমাজকে
অপরাধমূলক মুলুক কর্মকাণ্ড থেকে ফিরাতে।
২৬ সেপ্টেম্বর শনিবার বিকালে পশ্চিম চর উমেদ ইউনিয়নের গজারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে, গজারিয়া খেলোয়াড় কল্যাণ সংস্থা আয়োজনে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন এমপি এসব কথা বলেন।
উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, সহ-সভাপতি দিদারুল ইসলাম অরুন, পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুবলীগের আহবায়ক আবুল হাসান রিমন, উপজেলা শ্রমিকলীগের সভাপতি জাকির হোসেন পঞ্চায়েত, ক্রীড়া সংস্থার সেক্রেটারি জাহিদুল ইসলাম নবীন কাউন্সিলর পশ্চিম চর উমেদ ইউনিয়ন আওয়ামিলীগ সভাপতি শাজাহান বেপারী, সাধারণ সম্পাদক একেএম শহিদুল্যাহ সেলিম, উপজেলা ছাত্রলীগ আহবায়ক সজীব প্রমুখ।
বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করেন ডাওরী একাদশ বনাম গজারিয়া একাদশ। এতে ১-১ গোলে ম্যাচ ড্র হয়।




error: Content is protected !!