গণটিকায় গণজোয়ার হাটহাজারীতে ৪৫টি ওয়ার্ডে ৩১হাজার ৩ শ ৯০ জনকে গণটিকা প্রদান

প্রকাশিত: ৯:৪২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২২

আসলাম পারভেজ,চট্টগ্রাম
বর্তমান সরকার একদিনে দেশের এক কোটি মানুষকে করোনা টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। সরকারের নিদের্শনায় গতকাল হাটহাজারী , রাউজান, ফটিকছড়িতে, রাগগুনিয়া ,মিরসরাই, সহ চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় শনিবারে সকাল থেকেই শুরু হয় গণটিকাদানের এই কার্যক্রম। এ গণটিকা আরো দুইদিন বাড়ানো হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে প্রকাশ।

হাটহাজারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুরজিত দত্ত বলেন, সরকারের নিদের্শনায় সারাদেশের মত এ উপজেলায় ৪৫টি ওয়ার্ডে ১৩৮০০ টিনা প্রদান করা হলেও মানুষের টিকার প্রতি আগ্রহ বেড়ে যাওয়ায় ৩১ হাজার ৩ শ ৯০ জনকে গণটিকা দেওয়া হয়। তাছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ট্রমা সেন্টারসহ বিভিন্ন ইউনিয়নে টিনা প্রদান করা হয়েছে। জন্মনিবন্ধন সনদ ও জাতীয় পরিচয়পত্র ছাড়াও টিকার প্রথম ডোজ দেওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গণটিকা কার্যক্রমে পরিদর্শন করেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহিদুল আলম, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার অব ডিজিজ কন্ট্রোল ডা. মোহাম্মদ নুরুল হায়দার, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সারভেইলেন্স এবং ইমিউনাইজেশন মেডিকেল অফিসার ডা. এফ এম জাহিদুল ইসলাম ও ইউনিসেফের তরফ থেকে পৃথক একটি পর্যবেক্ষণ




error: Content is protected !!