গাজীপুরের পূবাইলে ৪ দিনের ব্যবধানে ৩ বাড়িতে ডাকাতি!

প্রকাশিত: ১১:৪৩ পূর্বাহ্ণ, মার্চ ৫, ২০২২

রবিউল আলম গাজীপুর থেকে

গাজীপুর মহানগরীর পূবাইল মেট্রোপলিটন এলাকায় ৪ দিনের ব্যবধানে ৩ বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। পাশাপাশি তালা ভেঙে ডাকাতি করতে পারেনি এক বাড়িতে।এ নিয়ে এলাকায় জনমনে ব্যাপক জল্পনা কল্পনা সহ এলাকায় আতঙ্ক বিরাজ করছে। অনেকেই বলছেন পূবাইল মেট্রোপলিটন থানা এলাকায় আইনশৃঙ্খলার স্মরণ কালের চরম অবনতি ঘটেছে।এলাকাবাসী বলছেন ডাকাতেরা এতই দুর্ধর্ষ যে পূবাইল মেট্রোপলিটন থানার সেকেন্ডে অফিসার এস আই সাইফুল ইসলামের আবাসিক ভবনের খুব কাছেই দুই বাড়ি লুট ও ডাকাতি করেছে নির্বিঘ্নে।এতে জনমনে নেতিবাচক প্রভাব ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ৪ দিনের ব্যবধানে তিন তিনটি ডাকাতি ও লুটের ঘটনা ঘটলে জানাজানি হতে একটু দেরি হয়েছে।

পূবাইল ৪২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সুলতান উদ্দিন আহমদ জানান, এলাকায় ৪ দিনের ব্যবধানে তিন তিনটি ডাকাতি লুট এটা একটি অশনি সংকেত।

ঘটনা, মামলা ও জিডি সূত্রে জানা যায়, পূবাইল মেট্রোপলিটন থানার ৪১ নং ওয়ার্ডের ছিকলিয়ায় বাদল দাসের বাড়িতে গত ২৬ ফেব্রুয়ারি শনিবার ভোর রাতে দুর্ধর্ষ ডাকাতেরা ১০ ভরি স্বর্ণালংকার, দুই লাখ ১৬ হাজার টাকা, ২টি মোবাইল ফোন সেট লুট করে। পরদিন রোববার দিবাগত রাতে ৩টার দিকে পূবাইল ৪২ নং ওয়ার্ডের সুলতান চেয়ারম্যান বাড়ির পাশে মেজরের বাড়ির ভাড়াটিয়া মজিবুরের বাসায় দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়। ডাকাতেরা মজিবুরের পরিবারের লোকজনকে এক ঘরে বন্দি করে ১০-১২ জনের ডাকাতের সংঘবদ্ধ দল ৬ ভরি স্বর্ণালংকার নগদ ২ লাখ ১৫ হাজার টাকা, ৩ টা মোবাইল, ১ টি দামী ক্যামেরা নিয়ে যায়।তার পরদিন মঙ্গলবার রাতে একই এলাকার মাহবুবের বাড়ি থেকে নগদ ৯১ হাজার টাকা,২টা ল্যাপটপ, একটি ডেক্সটপ, ৭টি বিদেশি কম্বল লক্ষাধিক টাকার কাপড় -চোপড় ও একটি শরীর মেসেজ মেশিন লুট করে। ওই সময় পাশের আরেক বাড়ির তালা ভেঙে ডাকাতি করতে গেলে এলাকাবাসীর ডাক- চিৎকারে ডাকাতের দল পালিয়ে যায়।

৪ দিনের ব্যবধানে পূবাইল মেট্রোপলিটন থানা এলাকায় তিন বাড়িতে ডাকাতির বিষয়ে জানতে চাইলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার, অপরাধ (দক্ষিণ) ইলতুৎ মিশ জানান, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।




error: Content is protected !!