গড়াই নদীর জল বাড়ায় ভাঙনের দেখা দিয়েছে নারুয়া ইউনিয়নের কয়েকটা গ্রাম।

প্রকাশিত: ৫:২৯ অপরাহ্ণ, জুন ২২, ২০২০

মিঠুন গোস্বামী জেলা প্রতিনিধিঃ

চরম নদী ভাঙনের আশঙ্কায় পড়েছে বালিয়াকান্দি উপজেলা নারুয়া ইউনিয়নের গড়াই পাড়ের কয়েক হাজার পরিবার ও দেশের পিঁয়াজ উৎপাদনের অন্যতম জেলা হিসাবে ক্ষেত রাজবাড়ী জেলার এই নারুয়া ইউনিয়নের কোনাগ্রাম,জামসাপুর,চর-ঘিকমলার পিঁয়াজ চাষের ফষলি জমি। নারুয়া খেয়া ঘাট সংলগ্ন ব্যম্ব ব্যন্ডিং এর কাজ হলেও তার যতেষ্ট নয়।

জানা যায়, রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার গড়াই নদীর জল বৃদ্ধির সাথে সাথে বেড়েছে ভাংগনের তীব্রত।ইতিমধ্যে কয়েক গ্রামের , ফসলী জমি নদীতে বিলীন হয়ে যাওয়ার উপক্রম। নিঃস্ব হয়ে গেছে প্রায় শতাধিক পরিবার।

খোঁজ নিয়ে জানা গেছে, নদী ভাঙনের তান্ডব শুরু হয়েছে নারুয়া ইউনিয়নের মরাবিলা খেয়া ঘাট থেকে শুরু হয়ে নারুয়া গ্রামে শেষ হয়েছে।
মরাবিলা গ্রামের কিছু মুরব্বিয়ানা জানান এই গড়াই আমাদের পূর্বপুরুষের ভিটা মাটি গ্রাস করেছে।
আমরা দেখতে পাই ঘিকমলা বাজার হতে মরাবিলা কোনাগ্রাম হয়ে নারুয়া বাজারের পাকা রাস্তাটির কিছু অংশ বিলিন হয়ে গেছে। মরাবিলা চর ঘিকমলার ফসলি মাঠে পাকা রাস্তা বিলিন হওয়া স্থান দিয়ে নদীর জল মাঠে প্রবেশ করলে কসলি জমির উর্বরতা নষ্ট হবে।

এদিকে নারুয়া গ্রামের নদী সংলগ্ন বাড়ি ঘর এবারের নদী আগ্রাসনে বিলিন হওয়ার ভয়ে রয়েছে।

এলাকা বাসির জোর দাবি কতৃপক্ষ বিষয়টি আমলে নিয়ে অল্প সময়ের মধ্যে সমাধান করবে। তাহলেই বেচে যাবে নারুয়া ইউনিয়নের কয়েক টা গ্রামের কয়েক হাজার অসহায় মানুষ ও ফসলি জমি।




error: Content is protected !!