চট্টগ্রাম হালিশহর জামিয়া বাইতুল কারীমে আজ থেকে সকল বিভাগে অনলাইনে ক্লাস শুরু হয়েছে
ওসমান আল হুমাম,
বন্দর নগরী চট্টগ্রামের ঐতিহ্যবাহী কওমী মাদ্রাসা
জামিয়া ইসলামিয়া বাইতুল কারীম হালিশহর চট্টগ্রামে অনলাইনে ক্লাস আজ শুরু হয়েছে
হিফয থেকে দাওরায়ে হাদিস পর্যন্ত।
দীর্ঘ লকডাউনে শিক্ষার্থীদের কথা বিবেচনা করে জামিয়ার শিক্ষা বিভাগ কওমি মাদ্রাসা বোর্ডের নির্দেশনার আলোকে সমাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে ভর্তি কার্যক্রম অফলাইনে/অনলাইনে চলমান রয়েছে।
তবে অনলাইনে ক্লাসের সিদ্ধান্তটি কওমী মাদ্রাসার ইতিহাসে অনেকটা বিরল।
জামিয়া পরিচালনা কমিটির প্রভাবশালী সদস্য জয়েন্ট সেক্রেটারী আলহাজ্ব আল মুহাম্মদ ইকবাল জানান। দীর্ঘদিন মাদ্রাসা বন্ধ থাকার কারণে ছোট্টমনিরা বই পড়া ভুলে যাচ্ছে। হিফয ছাত্রদের দীর্ঘ কয়েক বছরের মেহনত বিলীন হয়ে যাচ্ছে।
দেশের প্রাইভেট প্রতিষ্ঠান গুলো অনলাইনে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। শিক্ষার্থীদেরকে পড়াশোনার প্রতি মনোযোগ আকর্ষন করার লক্ষ্যে আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা।
আমাদের সামান্য প্রচেষ্টার কারণে যদি একজন শিক্ষার্থীও যদি পড়াশোনা মুখী হয়। তাও কম কিসের।
করোনা ভাইরাসের প্রদুূর্ভাব থেকে রক্ষা পেতে মহান আল্লাহর আলীশান দরবারে কায়মনোবাক্যে দু’আ কামনা করি। আবার যেনো দেশের লক্ষ লক্ষ শিক্ষার্থী আপন নীড়ে ফিরে আসতে পারে। শিক্ষাঙ্গনের সোনালী অতীত ফিরে আসে।
অনলাইনে ক্লাস চালিয়ে যাওয়ার ক্ষেত্রে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছি।