চট্রগ্রামের হাটহাজারী উপজেলার চৌধুরীহাট গরুর বাজারের যানজট সামাল দিতে এবার রাস্তায় ইউ,এন ও

প্রকাশিত: ১০:৪৮ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২০

আসলাম পারভেজ, হাটহাজারীঃ

চট্রগ্রামের হাটহাজারী চৌধুরীহাট কোরবানের গরুর বাজার জমজমাট হয়ে উটেছে। বাজারে শুধু গরু আর ত্রুেতা ও বিত্রুিতা একেবারে রাস্তাঘাট যাম্প হয়ে উটেছে। পাশাপাশি ব্যাপক গরু ছাগল দেদারছে বেচাকেনা চলছে। গত বছরের চেয়ে এবার গরুর দাম একেবারে সস্তা। তাই গরু ত্রুেতারে জাপিয়ে পড়েছে। সকাল হতে এই বাজারে ক্রেতারা ভীড় জমিয়েছে। এমনকি গরুর বাজারের সিমানা প্রাচীর ছড়িয়ে চট্রগ্রামের হাটহাজারী সড়কের উপর তীব্র যানজট সৃষ্টি হয়। এই যানজট নিরশন ট্রাফিক পুলিশও হিমশীম খেতে হয়েছে। বৃহস্পতিবার চৌধুরী হাট গরুর বাজারের যানজট নিরশন করতে অবশেষে রাস্তায় নেমে পড়ে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন। তিনি নিজেই রাস্তায় নেমে যানবাহন রাস্তা হতে সরাতে দেখা যায়। এক ক্রেতা জানান হাটহাজারী পৌরসভাস্ত গরুর বাজারে গরুর দাম বেশি বলে গরু কিনতে পারিনি। তাই চৌধুরী হাট বাজারে এসে গরু ত্রুয় করছি, একেবারে নিজের ও আমার ছেলের পছন্দমতে গরু কিনে ফেলছি।হাটহাজারী বাজারে কিছু মানুষ আছে তারা আগেভাগে গরুর দাম বেশি বলে গরুর দাম উপরে তুলে দেয়। যারফলে মানুষ এই বাজার থেকে মুখ ফিরিয়ে নেয়।।




error: Content is protected !!