আলমগীর বাবু চাঁদপুর প্রতিনিধিঃ
চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এ কে এম দিদারুল আলমের অভিযানে চাঁদপুর কচুয়ার কোয়া গ্রামস্থ ও তুলপাই পূর্বপাড়া গ্রাম এলাকা হতে মোট তিন কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।২০শে জানুয়ারি বুধবার দুপুর আড়াইটায় তাদের গ্রেফতার করা হয়। তাদের কে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক এ কে এম দিদারুল আলমসহ সঙ্গীয় ফোর্স। তিনি জানান, কচুয়া থানাধীন কোয়া গ্রামস্থ মিস্ত্রি বাড়িতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে শাহজাহানের ছেলে আসামী মোঃ সোহেল(২৫) কে তার নিজ দখলীয় বসতঘর তল্লাশী করে ১ (এক) কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হই। এ বিষয়ে উপপরিদর্শক মোহাম্মদ পিয়ার হোসেন বাদী হয়ে কচুয়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
আসামী সোহেলের তথ্য মতে কচুয়া থানাধীন তুলপাই পূর্বপাড়া গ্রামের আকরাম আলীর বাড়িস্থ আসামীর নিজ দখলীয় বসতঘর হতে বিকাল সাড়ে ৫ টায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মৃত সূর্যত আলীর ছেলে আসামী মোঃ মনির হোসেন(৪৫)কে তার নিজ দখলীয় বসতঘর তল্লাশী করে ২(দুই) কেজি গাঁজা সহ গ্রেফতার করতে সক্ষম হই।এ বিষয়ে পরিদর্শক বাপনসেন বাদী হয়ে কচুযা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এ কে এম দিদারুল আল বলেন মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।