চাঁদাবাজ ও মাদকাসক্ত ব্যক্তি কতৃক সাংবাদিক এ-র বিরুদ্ধে সংবাদ সম্মেলনের প্রতিবাদ জানায়

প্রকাশিত: ১:৩৩ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০২২
শার্শা (যশোর) প্রতিনিধিঃ
যশোরের শার্শার বাগুড়ী গ্রামের সাংবাদিক মোঃ সোহাগ হোসেন একজন কলম সৈনিক হিসাবে দৈনিক দেশ সেবা পত্রিকা ও দৈনিক সাতঘরিয়া পত্রিকার প্রতিনিধি হিসাবে সমাজে খ্যাতি অর্জন করে চলেছেন নিষ্ঠার সাথে। পেশাগত দায়িত্ব পালন কালে, চাঁদাবাজি মাদক ব্যবসায়ী, মাদকাসক্ত ব্যক্তি ও অন্যের অর্থআত্মসাৎ কারী ব্যক্তিদের বিরুদ্ধে, ধারা বাহিক প্রতিবেদন প্রকাশ করাই মহলটি ক্ষিপ্ত হয়ে। সাংবাদিক মোঃ সোহাগ হোসেন এ-র উপর একাধিক বার হামলা মামলা ও ভয়ভীতি প্রদর্শন কারীরা মাদকের আঁকড়া হিসাবে পরিচিত বেলতলা মিস্ত্রিমড়ে চাঁদাবাজ মনিরের কার্যলয়ে, বাগআঁচড়া প্রেসক্লাব এ-র ব‍্যনার ব্যবহার করে। সংবাদ সম্মেলন  এ-র নামে চাঁদাবাজ মাদক ব্যবসায়ী মাদকাসক্ত ব্যক্তি পর অর্থ আত্মসাৎ কারীদের পক্ষ নিয়ে তথাকথিত কিছু হলুদ সাংবাদিক, সাংবাদিক মোঃ সোহাগ হোসেন এ-র নামে মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আমরা এই সকল পথ ভ্রষ্ট হলুদ সাংবাদিক এবং সমাজের নিকৃষ্ট কিছু চিন্তিত ব্যক্তি অপপ্রচারের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এবং প্রশাসনের প্রতী দৃষ্টি আকর্ষণ করছি এ সকল চাঁদাবাজ মাদক ব্যবসায়ী মাদকাসক্ত ব্যক্তি ও প্রতারক চক্রের বিরুদ্ধে আইন আনুক ব্যবস্তা গ্রহণের জোর দবি জানাচ্ছি।
উল্লেখ্যঃ গত ছয় মাস পুর্বে নিউজের হেডলাইন কলারোয়ায় সুপার রুচিরা বেকারীতে চলছে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরী, ও গত তিন মাস পুর্বে শার্শার বেলতলায় আম বাজারে মটর শ্রমিক ইউনিয়নের নামে চলছে চাঁদাবাজি, ও শার্শার বেলতলায় দুই প্রতারকের ফাঁদে পড়ে নিঃস্ব ১৪ পরিবার, এবং ঔষধ ফার্মেসীর আড়ালে মাদক ও অর্থ আত্মসাৎ মূল টার্গেট, এই শিরোনামে নিউজ প্রকাশ করায় উক্ত ব‍্যক্তিরা আমার এবং আমার পরিবারের উপর হামলা মামলা ও ভয়ভীতি প্রদর্শণ করেও খ‍্যেন্ত হয়নি। কতিপয় হলুদ সাংবাদিক ষড়যন্ত্র কারিদের পক্ষ নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত থেকে আমাকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা চালাচ্ছে, এই বিষয়ে ষড়যন্ত্র কারিদের বিরুদ্ধে প্রশাসনিক হস্তক্ষেপ কমনা করছি।



error: Content is protected !!