চুনারুঘাটে আকছির বাহিনীর হামলায় ৩মহিলা আহত, বাড়ীঘর ভাঙচুর

প্রকাশিত: ১১:০৭ অপরাহ্ণ, মে ১২, ২০২০

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি ঃ
হবিগঞ্জের চুনারুঘাটে পূর্বাঞ্চলের ত্রাস বেপরোয়া আকছির বাহিনী এক নিরীহ কৃষকের বাড়ীঘর দখলের পায়তারা করছে। জানা যায়, গত ১৭ এপ্রিল বিকালে চুনারুঘাট উপজেলার ৯নং রানীগাঁও ইউনিয়নের দণি মিরাশী গ্রামের মৃত সুন্দর আলীর ছেলে এলাকার নিরীহ কৃষক মোঃ রমজান আলী (৬০) এর বসত বাড়ীতে প্রবেশ করে দেশীয় প্রাণনাশক অস্ত্র সস্ত্র নিয়ে হামলা চালায় একই গ্রামের মৃত আমর উল­ার ছেলে এলাকার কুখ্যাত সস্ত্রাসী মোঃ আকছির মিয়াসহ তার দলবল হামলা চালায় ও লুটপাট করে। এ সময় হামলাকারীরা বাড়ীঘর ভাঙচুর করে। তাদের হামলায় ৩মহিলা গুরুতর আহত হয়। আহতরা হলেন, রমজান আলীর স্ত্রী বানেছা খাতুন (৫০) ও জামিনা খাতুন (৩৫) এবং মোহাম্মদ আলীর স্ত্রী খদ বানু (২৩)। খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ আহতদের উদ্ধার করে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করায়। এ ব্যাপারে ৯নং রানীগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল মোনিম চৌধুরী ফারুক বলেন, আকছির এলাকায় একটি বাহিনী তৈরী করে রেমা-কালেঙ্গা বনাঞ্চলের গাছ পাচারসহ মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে। এ ব্যাপারে রমজান আলী বাদী হয়ে আকছির মিয়াকে প্রধান আসামী করে মঙ্গলবার রাতে চুনারুঘাট থানায় একটি এজাহার দায়ের করেন। এলাকাবাসী অনতিবিলম্বে কুখ্যাত সন্ত্রাসী আকছিরকে গ্রেফতারের দাবী জানিয়েছেন। উলে­খ্য যে, মামলা তুলে নেয়ার জন্য মামলার বাদী রমজান আলীকে আকছির বিভিন্নভাবে হুমকী ধামকী প্রদান করছে।




error: Content is protected !!