চুনারুঘাটে আব্দুল কাইয়ুম তালুকদার আর নেই

প্রকাশিত: ১০:৫০ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২০

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের নয়াবাড়ির বাসিন্দা ও সিলেট নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাশিয়ার দুলাল মিয়ার পিতা সাত্তালিয়া এ. কাইউম তালুকদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আব্দুল কাইয়ুম তালুকদার ওরফে ফিরোজ মিয়া গত মঙ্গলবার সকাল ১১.০০ ঘটিকার সময় বার্ধক্যজনিত কারণে তাহার নিজ বাসভবনে ইন্তেকাল করিয়াছেন। (ইন্নালিল্লাহে ……….. রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ পুত্র ও ৫ কন্যা এবং নাতি-নাতনী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যকালে তাহার বয়স হয়েছিল ৫৫ বৎসর। ব্যক্তিগত জীবনে তিনি সাত্তালিয়া এ.কাইউম তালুকদার সরকারি প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত করেন এবং দীর্ঘদিন উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন। উক্ত মরহুমের জানাজার নামাজ মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে সাত্তালিয়া এ.কাইউম তালুকদার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন- মিরাশী ইউনিয়নের চেয়ারম্যান মো: রমিজ উদ্দিন, প্রাক্তন চেয়ারম্যান আলহাজ্ব হোসাইন আলী রাজন, সাবেক মেম্বার আ: সহিদ ওরফে ছুরুক মিয়া, আছকির মিয়া মেম্বার, সাবেক মেম্বার আলহাজ্ব আব্দুল জাহির, বিশিষ্ট ধান ব্যবসায়ী আব্দুল কাদির, বিশিষ্ট ব্যবসায়ী আইয়ুব আলী মহালদার, হাজী আকবর হোসেন, মিরাশী ইউপির ৪নং ওয়ার্ডের মেম্বার সুরুজ আলী, চুনারুঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জামাল হোসেন লিটন, সাংবাদিক জাহাঙ্গীর আলম, সাংবাদিক ফারুক মিয়া সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শ্রমজীবি, পেশাজীবি সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। জানাজার নামাজ পড়ান মরহুমের ছেলে হাফেজ শামিম মিয়া। মরহুমের জানাজার নামাজ শেষে কৃষ্ণপুর গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।




error: Content is protected !!