চুনারুঘাটে প্রতিবেশী কে ফাঁসাতে মিথ্যা মিথ্যা ধর্ষণ মামলা

প্রকাশিত: ৮:৪৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২২

 

চুনারুঘাট প্রতিনিধি।।
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বেড়ে উঠেছে মিথ্যা ধর্ষণ মামলা। পারিবারিক ও সামাজিক মনমালিন্য তৈরি হলে এক পক্ষ অপর পক্ষকে ফাঁসাতে স্ত্রী, বোন ,নিজ মেয়েকে দিয়ে মিথ্যা মামলা জড়িয়ে প্রতিপক্ষকে ফাঁসানো চেষ্টা করা হচ্ছে।এমন নজিরবিহীন ঘটনা ঘটছে গাজীপুর ইউনিয়ে উছমানপুর গ্রামে আব্দুল কাদিরের স্ত্রী ছালেমা বেগম(৩০) কে বাদি করে গত ১০/০৮/২০২২ ইং তারিখে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মিথ্যা ধর্ষণ মামলা দায়ের করা হয়।

মামলা নং ২১৩/২২।আসামি করা হয় একই গ্রামের আরজু মিয়া ও সুমন মিয়াকে । স্হানীয় সূত্রে জানাযায়, দীর্ঘ দিন ধরে এদের মাঝে চলছে ঝগড়া ও মনমালিন্য এক পর্যায়ে আব্দুল কাদির গত ১৮/০৬/২০২২ তারিখে তার স্ত্রী কে দিয়ে মামলা দায়ের করা এলাকাবাসিদের মধ্যে সমালোচনার ঝড় উঠে। এলাকার বিশিষ্ট ব্যাক্তিবর্গগন বলেন সমাজে যদি এভাবে মিথ্যা মামলা দিয়ে মানুষ কে হয়রানি করা হয় তাহলে সমাজে অশান্তি বিরাজ করবে। মামলার সাক্ষী স্হানীয় মেম্বার সেলিম আহমেদ সুনাই মিয়া ও আব্দুর রূপ তরপদার বলেন, আজ থেকে ৪ মাস পূর্বে মামলার বাদি বিবাদির মাঝে মনোমালিন্য দেখা দিলে আমরা সামাজিক ভাবে বসে এদের বিরোধ নিষ্পত্তি করে দেই। পরে মামলার বাদি ছালেমা বেগম এবং তার স্বামী আব্দুল কাদির এর মাঝে ঝগড়া সৃষ্টি হয়।ছালেমা বেগম স্বামীর নির্যাতন থেকে রক্ষা পেতে ৯৯৯ কল দিয়ে পুলিশ কে অবগত করলে পুলিশ ছালেমা বেগম কে স্বামী নিকট থেকে উদ্ধার করে ছালেমা বেগম এর মায়ের জিম্মায় দিয়ে দেয়।পরে স্বামী স্ত্রীর মাঝে মনোমালিন্য দূর হলে স্বামী আব্দুল কাদিরের কথায় প্রতিবেশী দের উপর ধর্ষণ মামলা দায়ের করা হয়।উক্ত মামলার বিষয়ে চুনারুঘাট থানার অফিসার ইনর্চাজ আলী আশরাফ বলেন, মামলাটি তদন্তের জন্য আদালত থেকে থানায় পাটানো হয়েছে আমরা সঠিক ভাবে তদন্ত করে মামলাটি আদালতে প্রেরণ করব।




error: Content is protected !!