চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২২ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। বুধবার দুপুর ১২টায় চুনারুঘাট উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় মাঠে প্রদর্শনী উদ্বোধনী অনুষ্টানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক। উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ জয়ন্ত বনিকের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, মহিলা ভাইস চেয়ারম্যান আবেদা খাতুন, পৌর মেয়র সাইফুল আলম রুবেল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ উৎপল কুমার সরকার, চুনারুঘাট প্রেসক্লাব সভাপতি মোঃ জামাল হোসেন লিটন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল খয়ের,উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা আলী আকবর, ডেইরি ফার্ম এসোসিয়েশনের সভাপতি মোঃ নূরুল হক, সাধারণ সম্পাদক খায়রুল হাসান প্রমূখ। পরে অতিথিবৃন্দ প্রাণিসম্পদ প্রদর্শনীর বিভিন্ন স্টল পরিদর্শন করেন। প্রদর্শনীতে বিভিন্ন প্রকার প্রাণী ও প্রযুক্তির ৩১টি স্টল রয়েছে বলে আয়োজকরা জানান।