চুনারুঘাট ( হবিগঞ্জ) প্রতিনিধি;
হবিগঞ্জের চুনারুঘাটে সাড়ে ৩ বছরের শিশুসহ নতুন করে ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে চুনারুঘাটে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৯ জন। সুস্থ হয়েছেন ২০ জন। মৃত্যু হয়েছে ১ জনের।
সূত্র জানায়, নতুন করে আক্রান্তের মধ্যে হয়েছেন, চুনারুঘাট পরিবার পরিকল্পনা অফিসের পরিদর্শক আফজাল রহমান, এনজিও আশা চুনারুঘাট ব্রাঞ্চ অফিসের ফুল মিয়া, দেওরগাছ গ্রামের মোস্তাফিজুর রহমান, মধ্য নরপতি গ্রামের মুর্শিদা আক্তার ও মুছিকান্দি গ্রামে সাড়ে ৩ বছরের শিশু হোসাইন চৌধুরী নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মোজাম্মেল হোসেন বলেন,বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে তাদের রিপোর্ট প্রজেটিভ আসে। ০২ ও ০৩ জুন কভিট-১৯ নমুনা সংগ্রহ করা হয় ৪৩ জনের, তার মধ্যে ৫ জনের রিপোর্ট প্রজেটিভ আসে। উপজেলায় এ পর্যন্ত ১০১৫ জনের কভিট-১৯ (করোনাভাইরাস) নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে,তার মধ্যে ৫৯ জনের নমুনা প্রজেটিভ এসেছে।