জামালগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের চাবি হস্তান্তর

প্রকাশিত: ৩:১৮ অপরাহ্ণ, জুন ২০, ২০২১

সুনামগঞ্জ প্রতিনিধি::

আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার এই প্রতিপাদ্য নিয়ে মজিব শতবর্ষ উপলক্ষে প্রধান মন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ৫৩ হাজার, ৩ শত ৪০ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান (২য় পর্যায়) আশ্রয়ণ -২ প্রকল্পের শুভ উদ্ভোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার সাড়ে ১১টায় গণভবণ থেকে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্ধোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ উপলক্ষে জামালগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে জামালগঞ্জ উপজেলা পরিষদ হল রুমে সকাল ১০ ঘটিকায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিৎ দেবের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবুল কবিরের সঞ্চালনায় আলেচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আল আজাদ।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দী রাজু, উপজেলা প্রকৌশলী আব্দুল সাত্তার, উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. এরশাদ হোসেন, আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব মোহাম্মাদ আলী, সাধারণ সম্পাদক এম নবী হোসেন, ইউপি চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদার, মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, উপকার ভোগী দেবল তালুকদার ও চায়না প্রমুখ।

মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রশাসনের মাধ্যমে চাবি হস্তান্তর করা হয় উপকার ভোগী সকলের মাঝে।




error: Content is protected !!