জীবননগর পৌরসভার 5 নম্বর ওয়ার্ডে পাওনা টাকা চাওয়ায় এক চায়ের দোকানদার আহত।
মাহাম্মুদ হাসান জীবন, জীবননগর প্রতিনিধি (চুয়াডাঙ্গা)
জীবননগর পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের লক্ষ্মীপুর গ্রামে পাওনা টাকা চাইতে গিয়ে নজরুল ইসলাম নামের এক চায়ের দোকানদার আহত।
এলাকায় সূত্রে জানা যায় একই এলাকার ৪নং ওয়ার্ডের মিজানের ছেলে , শাহিনের কাছে চায়ের দোকানের বাকি টাকা চাইতে গেলে, সে দিতে অস্বীকার করে অতঃপর ওই চায়ের দোকানদার টাকা না দেওয়ার বিষয়টি জানতে চাইলে, শহিন নামের ওই ব্যক্তির সাথে নজরুলের কথা কাটাকাটি হয়। এবং সেই সাথে নানারকম হুমকি-ধামকি দেয় এবং হুমকি-ধামকি দেওয়ার সময় নজরুল নামের ওই চায়ের দোকানদারের সাথে শাহিন হাতাহাতি শুরু করে , অতঃপর হাতাহাতি হওয়ার সময় আহত নজরুলের দোকানের চা খাওয়ার কাপ দিয়ে তাকে (নজরুলকে) মাথায় আঘাত করে, এবং সাথে সাথে নজরুলের মাথা ফেটে যায় , অতঃপর ওই চায়ের দোকানদারের ভাতিজা , তাদের মারামারি ঠেকাতে গিয়ে, শাহিন নামের ওই ব্যক্তির গায়ে আঘাত করলে , শাহীন দৌড়াতে দৌড়াতে বাসায় চলে যায় , অতঃপর নজরুলকে হাসপাতালে নেওয়ার সময় শহিন তার বন্ধু শওকত হোসেনের ছেলে ভোদো ও মন্টু মিয়ার ছেলে রহমতকে ডেকে নিয়ে এসে নজরুলকে আবার রাস্তায় , তাদের (শাহিনদের) কাছে থাকা ছুরি দিয়ে কোপ মারার চেষ্টা করে। অতঃপর এলাকার লোকজন বিষয়টি দেখলে চিৎকার করা শুরু করে, সেই সাথে ঠেকানোর চেষ্টা করে এবং উক্ত ঘটনা গুরুতর হয়ে উঠলে এলাকাবাসী জীবননগর থানায় খবর দেয় । এবং খবর পাওয়ার সাথে সাথে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম তার পুলিশ ফোর্স নিয়ে উক্ত বিষয়টি তদন্ত করতে আসে , এবং সেই সাথে ঐ তিন ব্যক্তির নামে জীবননগর থানায় মামলা করা হয় এবং আহত ব্যক্তিকে অতিদূরত জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে , ওখানকার দায়িত্বরত চিকিৎসক তাকে ( নজরুলকে) চিকিৎসা প্রদান করে হাসপাতালে ভর্তি করে রাখে , এবং সেইসাথে জানা যায় উক্ত ব্যক্তির মাথায় আটটি সেলাই করা হয়েছে, এবং উক্ত ওই তিন যুবক পালিয়েছে , বলে জানা গেছে।