ঝিনাইদহের কালীগঞ্জ মেয়রের ব্যতিক্রমী উদ্যোগ,ফোন করলেই বাড়ীতে পৌঁছে যাবে অক্সিজেন সিলিন্ডার

প্রকাশিত: ১০:৫০ অপরাহ্ণ, জুন ১৭, ২০২০

মোঃ শহিদুল ইসলাম, ঝিনাইদহ জেলা প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জ মেয়রকে ফোন করলেই বাড়ীতে পৌঁছে যাবে জীবন রক্ষাকারী অক্সিজেন সিলিন্ডার । করোনায় আক্রান্তদের সংকটাপন্ন মুহুর্ত্বে দিনে রাতে যে কোন সময়েই এটি সরবরাহ করা হবে । কোন চার্জ বা মূল্য ছাড়াই সম্পূর্ণ ফ্রীতে পৌরবাসির জন্য এই সেবাটি উন্মুক্ত করা হয়েছে ।

সেবামুলক এমন মহৎ উদ্যোগটি নিয়েছেন ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ । তিনি তার ব্যাক্তিগত দু’লাখ টাকা দিয়ে ইতিমধ্যে ৮ টি অক্সিজেন সিলিন্ডার ক্রয় করে পৌরসভাতে এনেছেন । সোমবার দুপুরে ওই সেবা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ আনোয়ারুল আজিম আনার।

পৌর মেয়র আশরাফ জানান, করোনা মহামারিতে দেশের মানুষ এখন আতঙ্কের মধ্যে দিন পার করছেন । ইতিমধ্যে তার পৌর এলাকাতেও অনেক মানুষের মধ্যে করোনা পজেটিভ ধরা পড়েছে । মফস্বল এ শহরে উন্নত চিকিৎসা বা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রেও পর্যপ্ত অক্সিজেন সিলিন্ডার নেই । তাই করোনা সংকটাপন্ন পৌরবাসীদের জীবন বাঁচাতেই তিনি এই উদ্যোগটি গ্রহন করেছেন । দেশের পৌরসভা গুলির মধ্যে তিনিই প্রথম ব্যতিক্রমী এ উদ্যোগটি হাতে নিয়েছেন বলে জানান।

মেয়র আরো জানান, সরকারী নির্দ্দেশনা মোতাবেক করোনা প্রতিরোধে তার পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের নিয়ে ধারাবাহিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন। দেশের মহামারির এ মুহুর্ত্বে আক্রান্তদের জীবন বাচাঁতে প্রাথমিকভাবে অক্সিজেন অতি প্রয়োজন । এর চাহিদা পাঠালেও সরকারীভাবে এটি বরাদ্ধ হয়ে আসতে অনেক সময় লেগে যাবে। তাই স্থানীয় এমপির অনুপ্রেরনায় মেয়রের নিজ অর্থ দিয়েই ৮ টি অক্্িরজেন সিলিন্ডার ও তার ব্যাবহারের যন্ত্রপাতি ক্রয় করে এনেছেন । এটি দিনে রাতে সবার জন্য উন্মুক্ত।

পৌর স্বাস্থ্য বিভাগের কর্মীদের মাধ্যমে পরিচালিত হবে




error: Content is protected !!