ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে করোনা ভাইরাস প্রতিরোধে ক্রাশ প্রোগ্রাম অনুষ্ঠিত

প্রকাশিত: ৯:৪২ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২০

মোঃ শহিদুল ইসলাম, ঝিনাইদহ জেলা প্রতিনিধি

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে “নো মাক্স নো সার্ভিস ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে ঝিনাইদহের হরিণাকুন্ডুতে ‘ক্রাশ প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়। বুধবার বেলা এগারোটায় উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রাধন সড়ক প্রদক্ষিণ শেষে একতারা মোড়ে জনসচেতনতা মূলক পথসভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাফিস সুলতানার সঞ্চালনায় পথ সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিম মোল্লা, ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম শিলু, উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ হাফিজ হাসান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. আশরাফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান, প্রেসক্লাব সভাপতি এম.সাইফুজ্জামান তাজু প্রমূখ।

পথসভা শেষে স্বাস্থ্য বিধি মেনে চলাচল, মাস্ক পরিধান বাধ্যতামুলক করে সচেতনতামুলক প্রচারণার অংশ হিসেবে পথচারীদের মধ্যে মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়। পরে শহরের একতারা মোড়, উপজেলা মোড়সহ বিভিন্ন জনগুরুত্বপুর্ণ স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। মাস্ক ছাড়া চলাচলকারী ব্যক্তিদের সচেতন করার লক্ষ্যে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করার সাথে সাথে মাস্ক বিতরণ করা হয়।




error: Content is protected !!