ঝিনাইদহে চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৮:৪৬ অপরাহ্ণ, জুন ১৬, ২০২০

মোঃ শহিদুল ইসলাম, ঝিনাইদহ জেলা প্রতিনিধি

ঝিনাইদহে চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে বাংলাদেশ মেডিকেল সায়েন্স হোম নামের একটি বেসরকারি সংস্থার সহযোগিতায় এ সভা আয়োজন করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের লাইফস্টাইল, হেলথ এডুকেশন এন্ড প্রমোশন স্বাস্থ্য শিক্ষা ব্যুরো।
সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিএস অফিসের মেডিকেল অফিসার ডাঃ প্রসেনজিৎ বিশ্বাস পার্থ, ডাঃ নিশাত তাসনিম, স্বাস্থ্য শিক্ষা অফিসার ওয়াহিদুজ্জামান। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন লাইফস্টাইল, হেলথ এডুকেশন এন্ড প্রমোশন এর টিম লিডার তানজীলা সুমাইয়া সিদ্দিকীসহ চিকিৎসকরা অংশ গ্রহণ করেন।
বক্তারা মহামারি করোনা ভাইরাসসহ নানা রোগের সংক্রমণ প্রতিরোধে হাসপাতালের চিকিৎসা বর্জ্য উৎস পর্যায় থেকে নির্দিষ্ট পাত্রে পৃথকীকরণ করে সংগ্রহ ও সঠিক উপায়ে ব্যবস্থাপনা করার আহ্বান জানান।




error: Content is protected !!