ঝিনাইদহে ডিসির কাছে জেলা ছাত্রদলের স্মারকলিপি

প্রকাশিত: ৩:০৪ অপরাহ্ণ, জুন ২২, ২০২০

মোঃ শহিদুল ইসলাম, ঝিনাইদহ জেলা প্রতিনিধি;

ঝিনাইদহ সকল সকল শিক্ষা প্রতিষ্ঠানের বেতন ও মেস ভাড়া মওকুফ করার দাবিতে ভুক্তভোগী শিক্ষার্থীদের পক্ষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন ঝিনাইদহ জেলা ছাত্রদলের দনেতৃবৃন্দ। রবিবার সকাল ১০টায় সামাজিক দূরত্ব বজায় রেখে ঝিনাইদহ জেলা প্রশাসক কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করা হয়।

ভুক্তভোগী শিক্ষার্থীদের পক্ষে স্মারকলিপি দেন ঝিনাইদহ জেলা ছাত্রদলের সভাপতি এস, এম সমিনুজ্জামান সমিন,সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক, সে সময় আরো উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি মিরাজুল ইসলাম, সহ সভাপতি মেহেদী হাসান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব মিলু, সাংগঠনিক শাহিদুর রহমান সাহেদ সহ জেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ৷ স্মারকলিপিতে উল্লেখ করা হয়, চলমান করোনা ভাইরাস মোকাবেলায় সরকারি ভাবে ঘোষণা দিয়া হয়েছে করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে সকল শিক্ষাপ্রতিষ্ঠান সেপ্টেম্বর মাস পর্যন্ত বন্ধ থাকবে। এমতাবস্থায়ই ঝিনাইদহ জেলাশসহ বিভিন্ন উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের বেতন ও ছাত্রমেস/বাসা ভাড়া নিয়ে হাজারও শিক্ষার্থী বিপাকে পড়েছে।স্মারকলিপিতে আরও বলা হয়, করোনা পরিস্থিতিতে গত ২০ মার্চ থেকে ছাত্রমেস ভাড়া মওকুফ করার জন্য মেস মালিকদের সাথে সমঝোতার বিষয়টি বিবেচনা করার জন্য অনুরোধ জানান ছাত্রদলের নেতৃবৃন্দরা।




error: Content is protected !!