ঝিনাইদহে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চলমান অভিযানে চলছে ফার্মেসি তদারকি

প্রকাশিত: ১১:৪০ পূর্বাহ্ণ, জুন ১০, ২০২০

মোঃ শহিদুল ইসলাম, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের সার্বিক নির্দেশনা এবং জেলা প্রশাসক মহোদয়ের তত্ত্বাবধানে ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এর নেতৃত্বে ঝিনাইদহ শহরের বিভিন্ন এলাকায় ফার্মেসি তদারকি করা হয়।

গত কয়েকদিন ধরে ঔষধের অধিক মূল্য ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিষয়ক একাধিক অভিযোগের ভিত্তিতে এ তদারকি করা হয়। আশাব্যঞ্জক খবর হল ক্রেতা সেজে কয়েকটি ফার্মেসিতে ঔষধ কিনতে গিয়ে ঔষধের মূল্য বৃদ্ধির কোন প্রমান পাওয়া যায়নি।

এসময় মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে প্রধান ফার্মেসিকে ৩০০০/- ও নিষিদ্ধ ঘোষিত ঔষধ ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে বিউটি ফার্মেসিকে ১৫০০০/- প্রশাসনিক ব্যবস্থা হিসেবে জরিমানা করা হয়।

পাশাপাশি ব্যবসায়ীদেরকে সামাজিক দুরত্ব বজায় রাখা, নির্ধারিত মূল্যে ঔষধ বিক্রয় করতে এবং আবশ্যিকভাবে মাস্ক পরিধান করতে নির্দেশনা দেওয়া হয়। সার্বিক সহযোগিতা করেছেন জনাব শংকর কুমার নন্দী, পৌরসভা স্যানিটারি ইন্সপেক্টর ও ঝিনাইদহ জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে৷




error: Content is protected !!