মোঃ শহিদুল ইসলাম, ঝিনাইদহ জেলা প্রতিনিধি;
ঝিনাইদহ সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবার্ষিকী “মুজিব বর্ষ” উদযাপন উপলক্ষ্যে সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে শতাধিক গাছের চারা বিতরণ করা হয়েছে।
গতকাল উপজেলা পরিষদ চত্ত্বরে একটি আমলকি ও একটি হরিতকি গাছের চারা রোপনের মাধ্যমে শতাধিক বৃক্ষ রোপন কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এড্যভোকেট মোঃ আব্দুর রশিদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বদরুদ্দোজা শুভ, ভাইস চেয়ারম্যান মোঃ রাশিদুর রহমান রাসেল, মহিলা ভাইস চেয়ারম্যান আরতী দত্ত, উপজেলা কৃষি অফিসার মুহঃ মোফাকখারুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ রোকনুজ্জামান ও মুহাম্মদ জুনাইদ হাবীব প্রমুখ।
উপজেলা কৃষি অফিসার মুহঃ মোফাকখারুল ইসলাম জানান, মুজিব বর্ষ উপলক্ষ্যে আম, জাম, কাঁঠাল, পেয়ারা, লেবু, আমড়া, জলপাই, আমলকি, হরিতকি, মেহগনি ইত্যাদি জাতের শতাধিক ফলদ, বনজ ও ঔষধী জাতের গাছের চারা বিনা মূল্যে বিতরণ করা হয়েছে।
গাছের চারা গ্রহণকারী কৃষকরা যেন সঠিক পদ্ধতিতে চারা রোপন করতে পারে সে বিষয়ে ব্রিফিং দেওয়া হয়েছে। গাছকে প্রকৃতির অমূল্য সম্পদ উল্লেখ করে চারা রোপনের পাশাপাশি বেড়ে ওঠা পর্যন্ত যত্নবান হওয়ার জন্য তিনি সকলকে আহবান জানান।