টাঙ্গাইলে সোশ্যাল মিডিয়ায় গুজব, কিশোরগ্যাং ও নারীর প্রতি নিপীড়ন প্রতিরোধে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত।

প্রকাশিত: ১০:২৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২১

আলামিন খান টাঙ্গাইল প্রতিনিধি।
সোশ্যাল মিডিয়ায় গুজব, মিথ্যা প্রচার, সাইবার বুলিং, কিশোর গ্যাং ও নারীর প্রতি ডিজিটাল ভায়োলেন্স’ বিরোধী বিট পুলিশিং সমাবেশ সভা অনুষ্ঠিত হয়েছে।ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে টাঙ্গাইল সদর উপজেলার মাহমুদনগর ইউনিয়নের মাকরকোল করিমগঞ্জ হাটখোলা প্রাঙ্গণে ইউপি চেয়ারম্যান মোঃ মাজেদুর রহমানের সভাপতিত্বে,গতকাল ২২ জানুয়ারি শুক্রবার বিকাল ৩ ঘটিকায় বাংলাদেশ পুলিশের আই জিপির নির্দেশনায় টাঙ্গাইল পুলিশ সুপারের নেতৃত্বে ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সহযোগীতায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে এলাকার উল্লেখযোগ্য সংখ্যক নারী, জনপ্রতিনিধি, শিক্ষক, ইমামসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সমাবেশে অংশ নেওয়ারা ধর্ষণ ও নারী নির্যাতন, সোশ্যাল মিডিয়ায় গুজব, মিথ্যা প্রচার, সাইবার বুলিং, কিশোর গ্যাং ও নারীর প্রতি ডিজিটাল ভায়োলেন্স’ বিরোধী পোস্টার, লিফলেট, প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে জনসাধারণকে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে এগিয়ে আসার আহ্বান জানান। বিট পুলিশের সমাবেশে বক্তারা বলেন, সামাজিক শৃঙ্খলা, জনগণের শান্তি ও নিরাপত্তা বিধানে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে সর্বদা জনগণের পাশে রয়েছে পুলিশ। এ ছাড়া ধর্ষণ,নারী ও শিশু নির্যাতনের প্রতিটি ঘটনায় অপরাধীকে আইনের আওতায় আনার লক্ষ্যে পুলিশ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে ।সমাবেশে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর থানার পুলিশ পরিদর্শক (অপস) সাদিকুর রহমান,উপ পরিদর্শক মোঃ নজরুল ইসলাম, সহকারী উপ পরিদর্শক মোঃ আব্দুল(মোন্নাফ) ও আবু সায়েম। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদ হোসেন, সেক্রেটারি বাদশা মিয়া ও বাজার কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম সরকার প্রমুখ




error: Content is protected !!