কক্সবাজার জেলা প্রতিনিধি।
মাদক পাচারকারীদের নিরাপদ রোড
কক্সবাজার উখিয়া-টেকনাফের সীমান্ত এলাকা। করোনা মহামারিতেও প্রতিদিন হাজার হাজার ইয়াবা জব্দ হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে। চুনোপুঁটি মাদক পাচারকারী অাইনের আওতায় আনলেও প্রকৃত মোড়লরা অধরাই থেকে যাচ্ছে
কোস্টগার্ড সদস্যরা মেরিন ড্রাইভ সড়কে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক ইয়াবা ব্যবসায়ীকে আটক হন।
গতকাল পহেলা জুলাই রাত ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ-পূর্ব জোনের সমন্বয়ে ইনানী বীচ সংলগ্ন মেরিন ড্রাইভ রোড়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হ্নীলা লেদার মুহাম্মদ রফিকের পুত্র ইব্রাহীম ২০ কে গ্রেফতার করে। তার দেহে বিশেষ কায়দায় কৌশলে লুকিয়ে রাখা ১৩ হাজার ইয়াবা উদ্ধার হয়।
এই ব্যাপারে সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দায়ের করে পর উদ্ধারকৃত ইয়াবাসহ ধৃত মাদক ব্যবসায়ীকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লে. শাহ জিয়া রহমান এ তথ্য গণমাধমকে নিশ্চিত করেন।