
মোঃ মেজবাউল হোসেন, নীলফামারী (ডিমলা) প্রতিনিধিঃ
নীলফামারীর ডিমলার ডালিয়া থেকে ৫০০ গ্রাম গাঁজা সহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিমলা থানা পুলিশ।
অদ্য ০২ অক্টোবর শুক্রবার ডালিয়ার ছোটখাতায় তিস্তা কলেজের প্রধান গেট থেকে আক্তার হোসেন, জহুরুল ইসলাম ও আব্দুস সালাম নামে ০৩ মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করেছে ডিমলা থানা পুলিশ।
ডিমলা থানা সূত্রে জানা যায়, ডিমলা থানার জিডি নং-১৫, তারিখ ০১/১০/২০২০ মূলে অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম সিরাজ এর নির্দেশে এস আই মোঃ আবুল কালাম আজাদ, এস আই মোঃ আক্তারুজ্জামান, এ এস আই মোঃ আব্দুর রাজ্জাক, এ এস আই মোঃ সিরাজুল ইসলাম সহ ডিমলা থানার একটি আভিযানিক দল উক্ত এলাকায় অভিযান চালিয়ে এই ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।
অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম সিরাজ জানান,”আসামিরা দীর্ঘদিন হইতে ডিমলা এলাকায় মাদক ব্যবসা করিয়া এলাকার যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করিয়া জেলহাজতে প্রেরণ করা হয়েছে।”