ডিমলায় মাদক বিক্রির সময় গাঁজা সহ একজন গ্রেপ্তার।

প্রকাশিত: ৬:২৯ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২০

মোঃ মেজবাউল হোসেন,ডিমলা(নীলফামারী)প্রতিনিধিঃ
নীলফামারীর ডিমলায় মাদক বিক্রির সময় হাতে-নাতে বেলাল হোসেন(৩২)নামে এক মাদক বিক্রেতাকে গাঁজা সহ গ্রেপ্তার করেছেন থানা পুলিশ।গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী উপজেলার বালাপাড়া ইউনিয়নের রুপাহারা(মেডিকেল মোড়)গ্রামের মজিবর রহমানের ছেলে।

জানা যায়,সোমবার(১০ আগস্ট) দুপুর তিনটার সময় মাদক বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে ডিমলা থানার এস আই মাসুদ মিয়া,আখতারুজ্জামান, এ এস আই আব্দুর রাজ্জাক, সিরাজ সহ সঙ্গীয় ফোর্স ডিমলা সদরের উচ্চ বিদ্যালয়ের প্রধান গেটের ভিতরে অভিযান চালিয়ে গাঁজা বিক্রির সময় উক্ত মাদক ব্যবসায়ীকে একশো গ্রাম(১০০গ্রাম)গাঁজাসহ হাতে-নাতে গ্রেপ্তার করেন।

এ ঘটনায় ডিমলা থানায় মাদক দ্রব্য আইনে মামলা নং-১০,তারিখ ১০/৮/২০২০ইং দায়ের করা হয়েছে।

ডিমলা থানার ওসি সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “এ ব্যাপারে একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) গ্রেপ্তারকৃতকে আদালতে সোপর্দ করা হবে।”




error: Content is protected !!