ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জে বিআরটিসি ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে শিশু মহিলা সহ ৮জনের মর্মান্তিক মৃত্যু৷ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷

প্রকাশিত: ১০:০০ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২০

এম.মুজিবুর রহমান নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধিঃ

ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জে বিআরটিসি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো–১১-৫৫১৮)
ও সিএনজি অটোরিকশা (হবিগঞ্জ থ-১১-৬৭৭৭) এর মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই বাসের নীচে চাপা পড়ে ৮জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ আহত হয়েছে আরো অনেকেই৷ ঘটনাটি ঘটেছে ৭ ডিসেম্বর সোমবার বিকেল অনুমান সাড়ে ৪টার দিকে৷ খবর পেয়ে দূর্ঘটনা কবলিত বাস ও সিএনজি গাড়ীর নীচে চাপাপড়া ও আহতদের স্থানীয় জনতার সহায়তায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ৷
নিহতরা হলেন,নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল গ্রামের
মোঃ আবু তাহের(৩০),পিতা আব্দুল আহাদ,
মোঃ অন্তর মিয়া(৭)পিতা নুর ইসলাম,ও পাশ্ববর্তী পানিউম্দা ইউনিয়নের পানিউম্দা গ্রামের
,ছামিরুন বেগম(৩০)পিতা জফর আলী সহ এই রিপোর্ট লেখা পর্যন্ত ৮জনের খবর নিশ্চিত করেছে পুলিশ৷
অপর হতাহতের পরিচয় এখনো
সনাক্ত হয়নি৷ প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানাযায়, নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল ফুলতলি বাজারের নিকটে ও
উল্লেখিত সময়ে সিলেটগামী যাত্রীবাহী বিআরটিসি বাসটি ও দ্রুত গতিতে দুটি সিএনজি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ বাঁধলে মহাসড়কের খাদে পড়ে যায় বাসটি,এসময় বাসের নীচে চাপা পড়ে যায় দু’টি সিএনজি অটোরিকশা, এতে ঘটনাস্থলেই মহিলা শিশু সহ ৮জনের মর্মান্তিক মৃত্যু হয়৷
আহতদের স্থানীয় জনতার সহায়তায় উদ্ধার করে বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও চিকিৎসা দেয়া হচ্ছে৷ এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷ নিহতদের পরিবারে চলছে শোকের মাতম৷
এব্যাপারে শেরপুর হাইওয়ে থানার ওসি এরশাদুল হক ভুইয়া এ প্রতিনিধির সাথে আলাপ কালে ঘটনার সত্যতা নিশ্চিত করেন৷




error: Content is protected !!