সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের তাহিরপুরে ভারতীয় নাসির বিড়িসহ ৪জনকে আটক করছে পুলিশ। বুধবার রাত সাড়ে ১১টায় উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ট্যাকেরঘাটের সামন থেকে বিড়িসহ ৪জনকে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নিষিদ্ধ ভারতীয় বিড়ি পাচারের সময় ট্যাকেরঘাট অস্থায়ী পুলিশ ফাঁড়ির আইসি খায়রুল আলম এর নেতৃত্বে একদল পুলিশ অভিযান করে ৪২ হাজার শলাকা ভারতীয় নাসির উদ্দিন বিড়িসহ ৪ ব্যাক্তিকে আটক করা হয়। আটকৃতরা হচ্ছেন, তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের পৈলনপুর গ্রামের মৃত লায়েছ মিয়ার ছেলে নোমানুল হক (২৬), একই গ্রামের মজলিশ মিয়ার ছেলে মুছা মিয়া (২৩), আমবাড়ি গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে নুরুল আমিন (৫২), চরগাঁও গ্রামের মৃত জজ মিয়ার ছেলে শাহ আলম (২০)। আটক করা ৪২ হাজার শলাকা নাসির বিড়ি যার বাজার মূল্য আনুমানিক ৫০ হাজার টাকা। ট্যাকেরঘাট অস্থায়ী পুলিশ ফাড়িঁর আইসি খায়রুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।