তাড়াইলে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

প্রকাশিত: ৮:০৩ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২০

তানিম বিল্লাহ, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের তাড়াইলে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে।
জানা যায়, রবিবার (৪ অক্টোবর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই কর্নারে আনন্দমুখর পরিবেশে কেক কেটে ক্যাম্পেইনটি উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা.আলমাছ হোসাইন, তাড়াইল থানা অফিসার ইনচার্জ মুজিবুর রহমান,আবাসিক মেডিকেল অফিসার ডা.বদরুল হাসানসহ অন্যান্য অফিসার ও কর্মচারীবৃন্ধ।

উল্লেখ্য, এ উপজেলার সকল টিকাদান কেন্দ্র, কমিউনিটি ক্লিনিক এবং উপ-স্বাস্থ্য কেন্দ্র সমূহে ৪ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত ৬ মাস থেকে ১১ মাস বয়সী ২ হাজার ৯৪১ জন শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২৩ হাজার ৪১৯ জন শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
আরো জানা যায়, তাড়াইল উপজেলায় মোট ইউনিয়ন রয়েছে ৭টি,
ওয়ার্ড সংখ্যা ২১টি,
১ম সারির তদারককারীর সংখ্যা ২১,
২য় সারির তদারককারীর সংখ্যা ৭,
অস্থায়ী টিকাদান কেন্দ্র রয়েছে ১৬৮,
স্থায়ী টিকাদান কেন্দ্র রয়েছে ১ এবং
মোট স্বেচ্ছাসেবীর সংখ্যা ৩৩৮ জন।




error: Content is protected !!