দক্ষিণ আফ্রিকায় ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে  প্রবাসীর মৃত্য

প্রকাশিত: ১১:৪৬ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২২
মোঃইব্রাহিম নোয়াখালী প্রতিনিধি
দক্ষিণ আফ্রিকায় ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে নোয়াখালী প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার সেখানের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত হাবিবুর রহমান তপু সোনাইমুড়ীর নাটেশ্বর ইউনিয়নের ঘোষকামতা গ্রামের ফতেহপুর ভুঁইয়া বাড়ির মো. আনার উল্লাহর ছেলে।
তপুর বড় ভাই মো. আলাউদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ৩ জুন বাংলাদেশ থেকে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রওনা হয় তপু। দক্ষিণ আফ্রিকা পৌঁছে দেওয়ার জন্য সেখানে অবস্থানরত তপুর ভগ্নিপতি মো. সোহেল এক দালালের সঙ্গে চুক্তি করেন। চুক্তি অনুযায়ী দালাল তপুকে আফ্রিকার দেশ মোজাম্বিক ও লেসেথুর বিভিন্ন বন-জঙ্গলের ভেতর দিয়ে দক্ষিণ আফ্রিকায় পৌঁছায়। যাওয়ার পথে মশার কামড়ে অসুস্থ হয়ে পড়ে সে। আফ্রিকা পৌঁছানোর দুদিনের মাথায় জ্বর আসে তার। সেখানে চিকিৎসকের শরণাপন্ন হলে তার ম্যালেরিয়া হয়েছে বলে চিকিৎসক তাকে নিশ্চিত করে।তার বড় ভাই আলাউদ্দিন  জানান, যাওয়ার পথে মশার কামড়ে অসুস্থ হয়ে পড়েন তপু। আফ্রিকা পৌঁছানোর দুদিনের মাথায় জ্বর আসে তার। সেখানে হাসপাতালে নিলে তার ম্যালেরিয়া হয়েছে বলে চিকিৎসক নিশ্চিত করেন। সবশেষ ৩০ জুন ম্যালেরিয়া জ্বর ও বমি নিয়ে হাসপাতালে ভর্তি হলে ১ জুলাই সন্ধ্যায় তার মৃত্যু হয়। তার মরদেহ দেশে আনার জন্য পরিবারের পক্ষ থেকে চেষ্টা চালানো হচ্ছে।সোনাইমুড়ি উপজেলার  ৬নং নাটেশ্বর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান কবির হোসেন খোকন জানান, জীবিকার তাগিদে প্রবাসে গিয়ে তার অকাল মৃত্যুর বিষয়টি শুনে অনেক কষ্ট লাগছে। তার পরিবারের খোঁজখবর নিয়েছি



error: Content is protected !!